অপেশাদার দলকে নিয়েই সতর্ক জামালরা
দেশটিতে ফুটবল শৌখিনতা। ক্লাব আছে ঠিকই তবে ফুটবলাররা পারিশ্রমিক পান ম্যাচে খুব বেশি ভালো খেলে মন কাড়তে পারলেই। বাংলাদেশের একজন মাঝারি মানের ফুটবলার মৌসুমজুড়ে সাইডবেঞ্চে বসে যে পারিশ্রমিক পান, পুরো সিশেলস দলের পারিশ্রমিকও এর চেয়ে কম। এমন একটা দলের সঙ্গে ম্যাচটাই কি না, ভীষণ গুরুত্বের বাংলাদেশ কোচ হাভি