নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামাল ভূঁইয়া আর্জেন্টিনায় যেতে পারতেন এই বছরের শুরুতেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল ডে মায়ো। কিন্তু ক্লাব শেখ রাসেলের আপত্তিতে আর্জেন্টিনায় খেলা হয়নি জামালের।
শেষ পর্যন্ত আর্জেন্টিনাতেই গিয়েছেন জামাল। চুক্তি সেরেছেন সেই সোল ডে মায়োতেই। দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার চুক্তিতে এখন সোল ডে মায়োর হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনা গেছেন জামাল। আজ তাঁকে বিমান বন্দরে বরণও করে নেওয়া হয়েছে। সোল ডে মায়ো কর্মকর্তাদের সঙ্গে জামালের ছবি ফেসবুকে আপলোডও করেছে সোল ডে মায়ো। যদিও পরে তা মুছে ফেলা হয়।
এই বছরের মার্চে জামালের সঙ্গে চুক্তি প্রায় পাকাই করে ফেলেছিল আর্জেন্টাইন ক্লাবটি। জামাল নিজেও বেশ আগ্রহী ছিলেন তৃতীয় বিভাগের দলটির হয়ে খেলতে। কিন্তু অনুমতি দেয়নি শেখ রাসেল।
এ মৌসুম শেষে জামাল কোথায় খেলবেন তা নিয়ে একটি গুঞ্জন ছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল সোলে ডে মায়োর নাম। নতুন মৌসুমের আগে আবারও শেখ রাসেলেই চুক্তি করেছিলেন জামাল, এবং সেটি আগের মৌসুমের থেকে কম পারিশ্রমিকেই।
কিন্তু সোল ডে মায়ো জামালকে যে প্রস্তাব দিয়েছে সেটি রীতিমতো লোভনীয়। মধ্যবর্তীকালীন দলবদলে অর্ধেক মৌসুম খেলবেন জামাল, পাবেন মাস প্রতি ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকা। জামালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনায় রওনা হন জামাল।
আগামী মৌসুমের পুরোটা সময়ই জামালকে পাবে সোল ডে মায়ো। আগামী ২৭ আগস্ট ক্লাবটির হয়ে অভিষেকও হবে বাংলাদেশ অধিনায়কের।
আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেললে এশিয়ান গেমসে জামাল খেলবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আগামী মাসে দেশে ফেরার কথা তার। ডেনমার্ক যাওয়ার আগে রাসেলের সঙ্গেও চুক্তি সেরেছেন। জামালের আর্জেন্টাইন চুক্তি রাসেল কী দৃষ্টিতে নেয় সেটিও এখন দেখার।
জামাল ভূঁইয়া আর্জেন্টিনায় যেতে পারতেন এই বছরের শুরুতেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল ডে মায়ো। কিন্তু ক্লাব শেখ রাসেলের আপত্তিতে আর্জেন্টিনায় খেলা হয়নি জামালের।
শেষ পর্যন্ত আর্জেন্টিনাতেই গিয়েছেন জামাল। চুক্তি সেরেছেন সেই সোল ডে মায়োতেই। দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার চুক্তিতে এখন সোল ডে মায়োর হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনা গেছেন জামাল। আজ তাঁকে বিমান বন্দরে বরণও করে নেওয়া হয়েছে। সোল ডে মায়ো কর্মকর্তাদের সঙ্গে জামালের ছবি ফেসবুকে আপলোডও করেছে সোল ডে মায়ো। যদিও পরে তা মুছে ফেলা হয়।
এই বছরের মার্চে জামালের সঙ্গে চুক্তি প্রায় পাকাই করে ফেলেছিল আর্জেন্টাইন ক্লাবটি। জামাল নিজেও বেশ আগ্রহী ছিলেন তৃতীয় বিভাগের দলটির হয়ে খেলতে। কিন্তু অনুমতি দেয়নি শেখ রাসেল।
এ মৌসুম শেষে জামাল কোথায় খেলবেন তা নিয়ে একটি গুঞ্জন ছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল সোলে ডে মায়োর নাম। নতুন মৌসুমের আগে আবারও শেখ রাসেলেই চুক্তি করেছিলেন জামাল, এবং সেটি আগের মৌসুমের থেকে কম পারিশ্রমিকেই।
কিন্তু সোল ডে মায়ো জামালকে যে প্রস্তাব দিয়েছে সেটি রীতিমতো লোভনীয়। মধ্যবর্তীকালীন দলবদলে অর্ধেক মৌসুম খেলবেন জামাল, পাবেন মাস প্রতি ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকা। জামালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনায় রওনা হন জামাল।
আগামী মৌসুমের পুরোটা সময়ই জামালকে পাবে সোল ডে মায়ো। আগামী ২৭ আগস্ট ক্লাবটির হয়ে অভিষেকও হবে বাংলাদেশ অধিনায়কের।
আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেললে এশিয়ান গেমসে জামাল খেলবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আগামী মাসে দেশে ফেরার কথা তার। ডেনমার্ক যাওয়ার আগে রাসেলের সঙ্গেও চুক্তি সেরেছেন। জামালের আর্জেন্টাইন চুক্তি রাসেল কী দৃষ্টিতে নেয় সেটিও এখন দেখার।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৯ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪৩ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে