নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামাল ভূঁইয়া আর্জেন্টিনায় যেতে পারতেন এই বছরের শুরুতেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল ডে মায়ো। কিন্তু ক্লাব শেখ রাসেলের আপত্তিতে আর্জেন্টিনায় খেলা হয়নি জামালের।
শেষ পর্যন্ত আর্জেন্টিনাতেই গিয়েছেন জামাল। চুক্তি সেরেছেন সেই সোল ডে মায়োতেই। দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার চুক্তিতে এখন সোল ডে মায়োর হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনা গেছেন জামাল। আজ তাঁকে বিমান বন্দরে বরণও করে নেওয়া হয়েছে। সোল ডে মায়ো কর্মকর্তাদের সঙ্গে জামালের ছবি ফেসবুকে আপলোডও করেছে সোল ডে মায়ো। যদিও পরে তা মুছে ফেলা হয়।
এই বছরের মার্চে জামালের সঙ্গে চুক্তি প্রায় পাকাই করে ফেলেছিল আর্জেন্টাইন ক্লাবটি। জামাল নিজেও বেশ আগ্রহী ছিলেন তৃতীয় বিভাগের দলটির হয়ে খেলতে। কিন্তু অনুমতি দেয়নি শেখ রাসেল।
এ মৌসুম শেষে জামাল কোথায় খেলবেন তা নিয়ে একটি গুঞ্জন ছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল সোলে ডে মায়োর নাম। নতুন মৌসুমের আগে আবারও শেখ রাসেলেই চুক্তি করেছিলেন জামাল, এবং সেটি আগের মৌসুমের থেকে কম পারিশ্রমিকেই।
কিন্তু সোল ডে মায়ো জামালকে যে প্রস্তাব দিয়েছে সেটি রীতিমতো লোভনীয়। মধ্যবর্তীকালীন দলবদলে অর্ধেক মৌসুম খেলবেন জামাল, পাবেন মাস প্রতি ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকা। জামালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনায় রওনা হন জামাল।
আগামী মৌসুমের পুরোটা সময়ই জামালকে পাবে সোল ডে মায়ো। আগামী ২৭ আগস্ট ক্লাবটির হয়ে অভিষেকও হবে বাংলাদেশ অধিনায়কের।
আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেললে এশিয়ান গেমসে জামাল খেলবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আগামী মাসে দেশে ফেরার কথা তার। ডেনমার্ক যাওয়ার আগে রাসেলের সঙ্গেও চুক্তি সেরেছেন। জামালের আর্জেন্টাইন চুক্তি রাসেল কী দৃষ্টিতে নেয় সেটিও এখন দেখার।
জামাল ভূঁইয়া আর্জেন্টিনায় যেতে পারতেন এই বছরের শুরুতেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল ডে মায়ো। কিন্তু ক্লাব শেখ রাসেলের আপত্তিতে আর্জেন্টিনায় খেলা হয়নি জামালের।
শেষ পর্যন্ত আর্জেন্টিনাতেই গিয়েছেন জামাল। চুক্তি সেরেছেন সেই সোল ডে মায়োতেই। দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার চুক্তিতে এখন সোল ডে মায়োর হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনা গেছেন জামাল। আজ তাঁকে বিমান বন্দরে বরণও করে নেওয়া হয়েছে। সোল ডে মায়ো কর্মকর্তাদের সঙ্গে জামালের ছবি ফেসবুকে আপলোডও করেছে সোল ডে মায়ো। যদিও পরে তা মুছে ফেলা হয়।
এই বছরের মার্চে জামালের সঙ্গে চুক্তি প্রায় পাকাই করে ফেলেছিল আর্জেন্টাইন ক্লাবটি। জামাল নিজেও বেশ আগ্রহী ছিলেন তৃতীয় বিভাগের দলটির হয়ে খেলতে। কিন্তু অনুমতি দেয়নি শেখ রাসেল।
এ মৌসুম শেষে জামাল কোথায় খেলবেন তা নিয়ে একটি গুঞ্জন ছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল সোলে ডে মায়োর নাম। নতুন মৌসুমের আগে আবারও শেখ রাসেলেই চুক্তি করেছিলেন জামাল, এবং সেটি আগের মৌসুমের থেকে কম পারিশ্রমিকেই।
কিন্তু সোল ডে মায়ো জামালকে যে প্রস্তাব দিয়েছে সেটি রীতিমতো লোভনীয়। মধ্যবর্তীকালীন দলবদলে অর্ধেক মৌসুম খেলবেন জামাল, পাবেন মাস প্রতি ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকা। জামালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনায় রওনা হন জামাল।
আগামী মৌসুমের পুরোটা সময়ই জামালকে পাবে সোল ডে মায়ো। আগামী ২৭ আগস্ট ক্লাবটির হয়ে অভিষেকও হবে বাংলাদেশ অধিনায়কের।
আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেললে এশিয়ান গেমসে জামাল খেলবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আগামী মাসে দেশে ফেরার কথা তার। ডেনমার্ক যাওয়ার আগে রাসেলের সঙ্গেও চুক্তি সেরেছেন। জামালের আর্জেন্টাইন চুক্তি রাসেল কী দৃষ্টিতে নেয় সেটিও এখন দেখার।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২১ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৩৩ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে