Ajker Patrika

বৃষ্টির বাগড়ায় বাতিল জামাল-জিকোদের গা গরমের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭: ১৭
বৃষ্টির বাগড়ায় বাতিল জামাল-জিকোদের গা গরমের ম্যাচ

বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপ পরিণত হয়েছে লঘুচাপে। এর প্রভাবে দেশজুড়ে ঝরছে ঝুম বৃষ্টি। 

রাজধানী ঢাকাসহ প্রায় সব বিভাগেই আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জন জীবনের সঙ্গে এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। প্রতিকূল আবহাওয়ায় আজ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে গেছে।

জামাল ভূঁইয়া-আনিসুর রহমান জিকোদের প্রতিপক্ষ ছিল নৌবাহিনী ফুটবল দল। উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল। এখানেই চলছে হাভিয়ের কাবরেরার দলের ক্যাম্প। প্রথম প্রস্তুতি ম্যাচে সেনাবাহিনীর বিপক্ষে জয় পেয়েছিল তাঁর দল।

বাংলাদেশ দল আগামীকাল রাতে কম্বোডিয়ায় রওনা হবে। সেখানে ২২ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন জামাল-জিকোরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত