সেপ্টেম্বরের শেষে ভাসানচরে ফের রোহিঙ্গা স্থানান্তর
আমরা একটি টাইমলাইন ঠিক করেছি। আগামী ১৭ জুনের মধ্যে একটি পলিসি ডকুমেন্টের ড্রাফট তাদের (কমিটি) তরফ থেকে দেবেন। এর মধ্যেও আমরা ফরমালিন, ইনফরমালি আলাপ-আলোচনা করব। কতগুলো বিষয় আছে, এমন কোনো বিষয় না যা সেটেল করার মত নয়। তারপরে আমরা আরও একটি মিটিং করে এগুলো শেষ করব। আমরা আশা করছি সেপ্টেম্বরের শেষের দিক থে