নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চীন থেকে কোভিড-১৯ এর টিকা কেনার জন্য যে চুক্তি প্রয়োজন তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘের ৭৫ তম সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকিরের বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত ষষ্ট বঙ্গবন্ধু লেকচার সিরিজের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাংলাদেশে কোভিডে মৃত্যুর হিসেব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্রকে আমরা অনুরোধ করলাম টিকা সরবরাহ করতে। যুক্তরাষ্ট্র বলেছে কোভিড বাংলাদেশে কোন সংকট সৃষ্টি করেনি। আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পারলাম যে যুক্তরাষ্ট্রের টিকা সরবরাহের তালিকায় বাংলাদেশ নেই। এ জন্য আমরা অন্য ভাবে চেষ্টা করছি।'
মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখন অন্য টিকা নিয়ে আসব। চীনের টিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিক আর না দিক, এটি ভালো টিকা। আমরা সিদ্ধান্ত নিয়েছি চীনের টিকা আনব। সিদ্ধান্ত নিয়েছি রাশিয়ারও টিকা আনব।'
চীনের টিকার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে আমরা টিকা চেয়েছি। তাঁরা আমাদের টিকা দেবে। আমরা তাদের কাছে টিকার স্থিতিশীল সরবরাহ চেয়েছি। এ বিষয়ে চীন বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে। জুন, জালাই ও আগস্টে টিকা চেয়েছি। এর পরবর্তীতেও যেন পাই তাও বলেছি। এ টিকা অর্ডার দেওয়ার পর উৎপাদন করা হয়। আমরা এখন দিয়েছি।
কোভেক্সের টিকার বিষয়ে মন্ত্রী বলেন, কোভেক্সের টিকা পাওয়ার কথা ছিল। সেটি এখনও আসেনি। এটি আসলে এ সমস্যাটি দূর হয়ে যেত। সেটিও আমরা আশা করছি পেয়ে যাব। আগামীতে বাংলাদেশের টিকার সমস্যা হবে না।
চীনের কাছ থেকে দেড় কোটি টিকা পেতে চুক্তি কি চূড়ান্ত? এমন প্রশ্নের উত্তরে ড. এ কে আবদুল মোমেন বলেন, মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একেবারে হয়নি, তবে চূড়ান্ত পর্যায়ে। সব আলোচনা খুবই ইতিবাচক।
রাশিয়া থেকে টিকা আনা প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আলোচনা মোটামুটি শেষ। কবে পাঠাবে, কখন পাঠাবে, বিমা ইত্যাদি বিষয়ে এখন স্বাস্থ্য মন্ত্রণালয় আলোচনা করছে।
ঢাকা: চীন থেকে কোভিড-১৯ এর টিকা কেনার জন্য যে চুক্তি প্রয়োজন তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘের ৭৫ তম সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকিরের বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত ষষ্ট বঙ্গবন্ধু লেকচার সিরিজের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাংলাদেশে কোভিডে মৃত্যুর হিসেব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্রকে আমরা অনুরোধ করলাম টিকা সরবরাহ করতে। যুক্তরাষ্ট্র বলেছে কোভিড বাংলাদেশে কোন সংকট সৃষ্টি করেনি। আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পারলাম যে যুক্তরাষ্ট্রের টিকা সরবরাহের তালিকায় বাংলাদেশ নেই। এ জন্য আমরা অন্য ভাবে চেষ্টা করছি।'
মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখন অন্য টিকা নিয়ে আসব। চীনের টিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিক আর না দিক, এটি ভালো টিকা। আমরা সিদ্ধান্ত নিয়েছি চীনের টিকা আনব। সিদ্ধান্ত নিয়েছি রাশিয়ারও টিকা আনব।'
চীনের টিকার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে আমরা টিকা চেয়েছি। তাঁরা আমাদের টিকা দেবে। আমরা তাদের কাছে টিকার স্থিতিশীল সরবরাহ চেয়েছি। এ বিষয়ে চীন বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে। জুন, জালাই ও আগস্টে টিকা চেয়েছি। এর পরবর্তীতেও যেন পাই তাও বলেছি। এ টিকা অর্ডার দেওয়ার পর উৎপাদন করা হয়। আমরা এখন দিয়েছি।
কোভেক্সের টিকার বিষয়ে মন্ত্রী বলেন, কোভেক্সের টিকা পাওয়ার কথা ছিল। সেটি এখনও আসেনি। এটি আসলে এ সমস্যাটি দূর হয়ে যেত। সেটিও আমরা আশা করছি পেয়ে যাব। আগামীতে বাংলাদেশের টিকার সমস্যা হবে না।
চীনের কাছ থেকে দেড় কোটি টিকা পেতে চুক্তি কি চূড়ান্ত? এমন প্রশ্নের উত্তরে ড. এ কে আবদুল মোমেন বলেন, মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একেবারে হয়নি, তবে চূড়ান্ত পর্যায়ে। সব আলোচনা খুবই ইতিবাচক।
রাশিয়া থেকে টিকা আনা প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আলোচনা মোটামুটি শেষ। কবে পাঠাবে, কখন পাঠাবে, বিমা ইত্যাদি বিষয়ে এখন স্বাস্থ্য মন্ত্রণালয় আলোচনা করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চালুর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তির খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতপার্থক্য।
৬ ঘণ্টা আগেকারাগারের ভেতরে ‘অদৃশ্য’ এক আর্থিক লেনদেনের জাল বিস্তৃত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বন্দীদের নানা সুবিধা পাওয়ার ব্যবস্থা করতে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনেরা টাকা পাঠাচ্ছেন কারারক্ষীদের কাছে। বিনিময়ে বন্দীদের কারাগারেই মিলছে মোবাইল ফোন ব্যবহার, মাদকসেবন, বাইরের খাবার কিংবা ফাঁকিবাজির সুযোগ।
৬ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা। তবে ইসি নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি তুলে ধরলেও রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দূর করতে পারেনি।
৬ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
১১ ঘণ্টা আগে