Ajker Patrika

জাতিসংঘ তার ম্যান্ডেটের মধ্যে থেকে কাজ করবে আশা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক
জাতিসংঘ তার ম্যান্ডেটের মধ্যে থেকে কাজ করবে আশা বাংলাদেশের

ঢাকা: জাতিসংঘ তার ম্যান্ডেট বা নির্ধারিত কর্মের মধ্যে থেকে কাজ করবে আশা করে বাংলাদেশ। ভাসানচরে রোহিঙ্গা বিক্ষোভ নিয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে জানানো হয়, এটা মনে রাখতে হবে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। কক্সবাজার অথবা ভাসানচরে তাদের থাকার যে ব্যবস্থা বাংলাদেশের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে তা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত, সাময়িক। রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়। আর ইউএনএইচসিআরসহ সকলকে এ বিষয়ে গঠনমূলক কাজ করতে হবে। বাংলাদেশ আশা করে স্থানীয় জনগোষ্ঠীর উদ্বেগ ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে জাতিসংঘ তার নির্ধারণ করে দেওয়া দায়িত্ব এবং ম্যান্ডেটের মধ্যে থেকে কাজ করবে। আর রোহিঙ্গাদের বাস্তবসম্মত যেকোনো চাহিদা পূরণ করতে বিবেচনা করতেও বাংলাদেশ প্রস্তুত।

জেনেভায় ইউএনএইচসিআরের মূল কার্যালয়ের থেকে বাংলাদেশ সফরে আসা দুই সহকারী হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ একটি প্রতিনিধি দল সোমবার ভাসানচর পরিদর্শন করে। এ সময়ে বিশাল সংখ্যক রোহিঙ্গা একত্র হয়ে আন্দোলন করে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে যায়। যার ফলে কিছু রোহিঙ্গা হালকা আহত হয়েছে। যখনই প্রতিনিধি দলটি ভাসানচর ত্যাগ করে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

রোহিঙ্গারা দুই সহকারী হাইকমিশনারের কাছে তাদের হতাশা এবং প্রত্যাবাসনের অনিশ্চয়তার উদ্বেগের কথা মুক্ত ভাবে প্রকাশ করে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না থাকায় বর্তমান পরিস্থিতি থেকে বের হতে মরিয়া ভাব দেখায়। সেই সঙ্গে তৃতীয় কোন দেশে তাদের স্থানান্তরের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করে রোহিঙ্গারা। শিক্ষা, জীবিকা, দক্ষতা উন্নয়নসহ অন্যান্য সুবিধা নিশ্চিতে রোহিঙ্গারা ভাসানচরে মানবিক কার্যক্রম পরিচালনার জন্য জাতিসংঘের উপস্থিতি চেয়েছে। রোহিঙ্গারা দুই সহকারী হাইকমিশনারকে এও নিশ্চিত করেছে যে তারা স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর হয়েছে।

সম্প্রতি ওআইসি সহকারী মহাসচিব, জাতিসংঘের ১৮ সদস্যের প্রতিনিধি দল এবং রাষ্ট্রদূতদের একটি প্রতিনিধি দলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সফর ভাসানচরে হয়েছে। এ সব সফরের সময়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে রোহিঙ্গারা প্রতিনিধি দলের সঙ্গে খুশি মনে কথোপকথন করে।

বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলো ক্রমাগত ভাবে ভাসানচর এবং এখানে রোহিঙ্গা স্থানান্তরের বিরুদ্ধে বিকৃত তথ্য উপস্থাপন করে ঘটনা ভুল ভাবে তুলে ধরছে। যাতে বাংলাদেশ সরকার চরম হতাশা ব্যক্ত করেছে। এ ধরনের প্রচারণা বাংলাদেশের মানবিকতার মহানুভবতাকে কমিয়ে নিয়ে আসবে। সাময়িক ব্যবস্থাপনার ওপর অযাচিত সমালোচনা স্থায়ী সমাধানের দিক থেকে নজর সরিয়ে ফেলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত