ঢাকা: মালিতে সামরিক অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে ছেড়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার একটি সেনাসূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে গত সোমবার মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী। গত নয় মাসে দেশটিতে এ নিয়ে দুবার অভ্যুত্থানের ঘটনা ঘটল।
মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর থেকে তাঁদের মুক্তির জন্য মালির সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন, বুধবার দিবাগত রাত একটা ৩০ মিনিটে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি।
এদিকে মালির প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে-এর পরিবারের সদস্যরাও তাঁদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এই দুজনই মুক্তির পাওয়ার পর মালিতে রাজধানী বামাকোতে অবস্থিত নিজ বাড়িতে গেছেন। তবে তাঁরা কম পরিস্থিতিতে রয়েছেন সেই বিষয়টি নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না
গত আগস্টে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মালির তৎকালীন রাষ্ট্রপতি আব্রাহাম বিভাকর কেই তাকে উৎখাত করা হয়। দুর্নীতি এবং বিদ্রোহীদের দমনে ব্যর্থ হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান করে মালির সেনাবাহিনী।
পরে দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে মালির সেনাবাহিনী। যাদেরকে ১৮ মাসের মধ্যে বেসামরিক সরকার পুনর্বহালের দায়িত্ব দেওয়া হয়। তবে এই সরকারে প্রভাব খাটাতে শুরু করে মালির সেনাবাহিনী।
মালি বিশ্বের অন্যতম একটি দরিদ্র দেশ। দেশটির সেনাবাহিনী পর্যাপ্ত অস্ত্র এবং প্রশিক্ষণের অভাব রয়েছে। মালির সেনাবাহিনী ফ্রান্স, জাতিসংঘ এবং সাহেল জাতিভুক্ত দেশগুলোর সাহায্য পেয়ে থাকে।
ঢাকা: মালিতে সামরিক অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে ছেড়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার একটি সেনাসূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে গত সোমবার মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী। গত নয় মাসে দেশটিতে এ নিয়ে দুবার অভ্যুত্থানের ঘটনা ঘটল।
মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর থেকে তাঁদের মুক্তির জন্য মালির সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন, বুধবার দিবাগত রাত একটা ৩০ মিনিটে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি।
এদিকে মালির প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে-এর পরিবারের সদস্যরাও তাঁদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এই দুজনই মুক্তির পাওয়ার পর মালিতে রাজধানী বামাকোতে অবস্থিত নিজ বাড়িতে গেছেন। তবে তাঁরা কম পরিস্থিতিতে রয়েছেন সেই বিষয়টি নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না
গত আগস্টে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মালির তৎকালীন রাষ্ট্রপতি আব্রাহাম বিভাকর কেই তাকে উৎখাত করা হয়। দুর্নীতি এবং বিদ্রোহীদের দমনে ব্যর্থ হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান করে মালির সেনাবাহিনী।
পরে দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে মালির সেনাবাহিনী। যাদেরকে ১৮ মাসের মধ্যে বেসামরিক সরকার পুনর্বহালের দায়িত্ব দেওয়া হয়। তবে এই সরকারে প্রভাব খাটাতে শুরু করে মালির সেনাবাহিনী।
মালি বিশ্বের অন্যতম একটি দরিদ্র দেশ। দেশটির সেনাবাহিনী পর্যাপ্ত অস্ত্র এবং প্রশিক্ষণের অভাব রয়েছে। মালির সেনাবাহিনী ফ্রান্স, জাতিসংঘ এবং সাহেল জাতিভুক্ত দেশগুলোর সাহায্য পেয়ে থাকে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা (এনজিও) হিসেবে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শতবর্ষে পদার্পণ উপলক্ষে তিনি হিন্দুত্ববাদী এই সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং জাতি গঠনে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। চলতি বছর আরএসএস প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উদ্যাপন
২ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এ ছাড়া, নিহতের তালিকার চারজনের মৃত্যু হয়েছে অনাহার-অপুষ্টিজনিত কারণে।
২ ঘণ্টা আগেবিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১৩ ঘণ্টা আগে