সার জমি নদী গিলছে পোটন
শিক্ষায় প্রাথমিকের গণ্ডি পেরোতে না পারলেও দখলদারিতে তাঁর জুড়ি মেলা ভার। সরকারি সার, নদীর তীর, অন্যের জমিসহ অনেক কিছুই তিনি দখল করেছেন। এলাকার সবাই জানলেও ভয়ে মুখ খোলেন না কেউ। তবে ৫৮২ কোটি টাকার সরকারি সার আত্মসাৎ করার খবর প্রকাশের পর ধীরে ধীরে বেরিয়ে আসছে নানা তথ্য।