Ajker Patrika

সাভারে পতিত জমি থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে পতিত জমি থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকার সাভারে পতিত জমি থেকে এক মধ্যবয়স্ক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইন লালটেক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা তিন-চার দিন আগে তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছেন দুর্বৃত্তরা।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান শেখ। তিনি বলেন, ‘লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগে অজ্ঞাত এই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশটি প্রায় অর্ধগলিত তাই আপাতত মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। আমরা তদন্ত শুরু করেছি।’

এসআই আরও বলেন, ‘সড়ক থেকে বেশ কিছুটা দূরে নির্জন ও পতিত জমিতে ঘাসের মধ্যে পড়েছিল লাশ। লাশের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই সালেহ ইমরান বলেন, ‘নিহতের আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্তের চেষ্টা করব। তবে লাশ যদি পচে যায় তাহলে এভাবে হয়তো পরিচয় পাওয়া যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত