জুলাইয়ে আসছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’
ঢাকা থেকে রকেট নামের স্টিমারটি ছাড়ল খুলনার উদ্দেশে। এ স্টিমারে চড়েছে নানা বয়সের নানা শ্রেণির যাত্রীরা। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। নানা ঘটনা ঘটে। সেসব উঠে এসেছে কামার আহমাদ সাইমনের