বিনোদন ডেস্ক
ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নাম। শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় আমাজন প্রাইম ভিডিওতে প্রচারিত সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন।
২৪ জুন প্রাইম ভিডিও তৃতীয় সিজনের প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে নতুন সিজন। কারা কারা এতে অভিনয় করেছেন, জানা গেল সেটাও। রাজ ও ডিজে পরিচালিত ফ্যামিলি ম্যানের এ সিজনে মনোজ বাজপেয়ির পাশাপাশি থাকবেন প্রিয়ামণি, শারিব হাশমি প্রমুখ। বেশ কয়েকজন তামিল অভিনেতাও যুক্ত হয়েছেন এ সিজনে। তাঁদের মধ্যে রয়েছেন সন্দীপ কিষান, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দালিপ তাহিল, সীমা বিশ্বাস, বিপীন কুমার শর্মা ও হারমান সিংহ। গুল পানাগও প্রথম সিজনের পর ফিরছেন এবার।
তবে, অভিনেতা জয়দীপ আহলাওয়াতের নাম উল্লেখ করেনি প্রাইম ভিডিও। এ সিজনে জয়দীপের থাকার কথা আগেই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। গত মার্চে ওটিটি প্লেকে তিনি বলেছিলেন, ‘অনেকে জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। আমরা জয়দীপকে কাস্ট করেছি। পাতাল লোকে দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন থ্রিতেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।’
ফিল্মফেয়ার জানিয়েছে, দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নাম। শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় আমাজন প্রাইম ভিডিওতে প্রচারিত সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন।
২৪ জুন প্রাইম ভিডিও তৃতীয় সিজনের প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে নতুন সিজন। কারা কারা এতে অভিনয় করেছেন, জানা গেল সেটাও। রাজ ও ডিজে পরিচালিত ফ্যামিলি ম্যানের এ সিজনে মনোজ বাজপেয়ির পাশাপাশি থাকবেন প্রিয়ামণি, শারিব হাশমি প্রমুখ। বেশ কয়েকজন তামিল অভিনেতাও যুক্ত হয়েছেন এ সিজনে। তাঁদের মধ্যে রয়েছেন সন্দীপ কিষান, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দালিপ তাহিল, সীমা বিশ্বাস, বিপীন কুমার শর্মা ও হারমান সিংহ। গুল পানাগও প্রথম সিজনের পর ফিরছেন এবার।
তবে, অভিনেতা জয়দীপ আহলাওয়াতের নাম উল্লেখ করেনি প্রাইম ভিডিও। এ সিজনে জয়দীপের থাকার কথা আগেই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। গত মার্চে ওটিটি প্লেকে তিনি বলেছিলেন, ‘অনেকে জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। আমরা জয়দীপকে কাস্ট করেছি। পাতাল লোকে দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন থ্রিতেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।’
ফিল্মফেয়ার জানিয়েছে, দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
অনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৫ মিনিট আগেঅনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
১০ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
১১ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
১৪ ঘণ্টা আগে