আইইএলটিএস লিসনিং (পর্ব-১১.১)
কেমব্রিজ বুকলেটের লিসনিংয়ের যেকোনো একটি উত্তরপত্র (আনসার কি) দেখুন তো। উত্তরগুলো অপশন (এ, বি, সি, ডি) কিংবা নম্বর কিংবা কোনো শব্দ। এবার শব্দগুলোর দিকে একটু খেয়াল করুন তো, দেখবেন প্রায় সবই বিশেষ্য (দু-একটা ছাড়া)। সুতরাং ধরে নিতে পারেন, লিসনিংয়ের শব্দগত উত্তরগুলো বিশেষ্য হবে।