ড. মোহাম্মদ দেওয়ান
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা শুভেচ্ছা নিও। ইংরেজি প্রথম পত্রে ভালো করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো, গত বছরের এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার পেছনে ইংরেজির প্রভাব ছিল বিশেষভাবে লক্ষণীয়—
Part 2: Guided Writing (40 Marks)
Question-7: Graph/chart
বাস্তব বা প্রমাণিত তথ্যের ভিত্তিতে এটি করা হয়। এটার উত্তর হবে অনেকটা তুলনামূলক ধরনের। তাই এতে Introduction, body এবং conclusion থাকা বাধ্যতামূলক। প্রশ্নপত্রে প্রদত্ত word limit অনুযায়ী এটি লিখবে। উত্তরপত্রে graph ওঠানোর প্রয়োজন নেই। শুধু
বর্ণনা লিখবে। নম্বর-১৫
Question-8
কোনো একটি গল্পের শুরু হিসেবে ১-২টি লাইন থাকবে। এ বাক্যগুলোর প্রাসঙ্গিকতায় একটি সম্পূর্ণ গল্প লিখতে হবে। মনে রাখবে যে story-এর ক্ষেত্রে আয়তন কোনো বিবেচ্য বিষয় নয়।
বিবেচ্য হলো grammatical accuracy, presentation, style এবং necessary quotation. মনে রাখবে paragraph-এর মতো story-তে বাক্যগুলোর পরস্পর সংযুক্তি, এক বাক্য থেকে অন্য বাক্যে যাওয়ার সাবলীল প্রবাহ থাকাটা জরুরি। সুন্দর একটি Title দেবে। Moral বাধ্যতামূলক নয়। নম্বর-১৫
Question-9
প্রশ্নটি Writing Informal letters/Mails সংক্রান্ত। মনে রাখবে Informal letter-এর ক্ষেত্রে বিষয়বস্তুই সবচেয়ে গুরুত্বপূর্ণ, format তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। তারপরও যেকোনো একটি style follow করবে, অর্থাৎ হয় American style, না হয় British style follow করবে। British style এ প্রত্যেক Para-তে একটু space রাখার নিয়ম আছে। এ ক্ষেত্রে লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ হবে পত্রের ওপর ডান পাশে। আর নাম হবে Body-এর একেবারে নিচে ডানপাশে। American style-এ কোনো প্রকার indent টানতে হবে না এবং letter-এ সব part-ই left range-এ শুরু করতে হবে। উত্তরপত্রে Envelope কিংবা stamp অঙ্কন করা বাধ্যতামূলক নয় বিধায় এটা optional. আর Email এর ক্ষেত্রে To: _ _ From: _ _ Sent: _ _ Subject _ _ Dear _ _ ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে। From, To, Sent, Subject কে বক্সে আবদ্ধ করা বাধ্যতামূলক নয়। নম্বর-১০ পরিশেষে বলব, ইংরেজি প্রথম পত্রে কাঙ্ক্ষিত নম্বর পাওয়ার জন্য যে কয়েকটি বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে, তা হলো—
ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সবার খুবই ভালো হোক, এই আমার প্রত্যাশা।
লেখক: অধ্যক্ষ, শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা; সাবেক সহযোগী অধ্যাপক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা শুভেচ্ছা নিও। ইংরেজি প্রথম পত্রে ভালো করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো, গত বছরের এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার পেছনে ইংরেজির প্রভাব ছিল বিশেষভাবে লক্ষণীয়—
Part 2: Guided Writing (40 Marks)
Question-7: Graph/chart
বাস্তব বা প্রমাণিত তথ্যের ভিত্তিতে এটি করা হয়। এটার উত্তর হবে অনেকটা তুলনামূলক ধরনের। তাই এতে Introduction, body এবং conclusion থাকা বাধ্যতামূলক। প্রশ্নপত্রে প্রদত্ত word limit অনুযায়ী এটি লিখবে। উত্তরপত্রে graph ওঠানোর প্রয়োজন নেই। শুধু
বর্ণনা লিখবে। নম্বর-১৫
Question-8
কোনো একটি গল্পের শুরু হিসেবে ১-২টি লাইন থাকবে। এ বাক্যগুলোর প্রাসঙ্গিকতায় একটি সম্পূর্ণ গল্প লিখতে হবে। মনে রাখবে যে story-এর ক্ষেত্রে আয়তন কোনো বিবেচ্য বিষয় নয়।
বিবেচ্য হলো grammatical accuracy, presentation, style এবং necessary quotation. মনে রাখবে paragraph-এর মতো story-তে বাক্যগুলোর পরস্পর সংযুক্তি, এক বাক্য থেকে অন্য বাক্যে যাওয়ার সাবলীল প্রবাহ থাকাটা জরুরি। সুন্দর একটি Title দেবে। Moral বাধ্যতামূলক নয়। নম্বর-১৫
Question-9
প্রশ্নটি Writing Informal letters/Mails সংক্রান্ত। মনে রাখবে Informal letter-এর ক্ষেত্রে বিষয়বস্তুই সবচেয়ে গুরুত্বপূর্ণ, format তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। তারপরও যেকোনো একটি style follow করবে, অর্থাৎ হয় American style, না হয় British style follow করবে। British style এ প্রত্যেক Para-তে একটু space রাখার নিয়ম আছে। এ ক্ষেত্রে লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ হবে পত্রের ওপর ডান পাশে। আর নাম হবে Body-এর একেবারে নিচে ডানপাশে। American style-এ কোনো প্রকার indent টানতে হবে না এবং letter-এ সব part-ই left range-এ শুরু করতে হবে। উত্তরপত্রে Envelope কিংবা stamp অঙ্কন করা বাধ্যতামূলক নয় বিধায় এটা optional. আর Email এর ক্ষেত্রে To: _ _ From: _ _ Sent: _ _ Subject _ _ Dear _ _ ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে। From, To, Sent, Subject কে বক্সে আবদ্ধ করা বাধ্যতামূলক নয়। নম্বর-১০ পরিশেষে বলব, ইংরেজি প্রথম পত্রে কাঙ্ক্ষিত নম্বর পাওয়ার জন্য যে কয়েকটি বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে, তা হলো—
ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সবার খুবই ভালো হোক, এই আমার প্রত্যাশা।
লেখক: অধ্যক্ষ, শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা; সাবেক সহযোগী অধ্যাপক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। আজ বুধবার সকালে ডাকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণ দেয়...
১ ঘণ্টা আগেশিক্ষা মানুষের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ গড়ে তোলার প্রধান উপায়। একটি সফল শিক্ষাব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো আনন্দদায়ক পাঠদান। আনন্দঘন শিক্ষা শুধু শেখাকে সহজ করে না, বরং শিক্ষার্থীর মনোযোগ ও আগ্রহ বাড়ায়। শ্রেণিকক্ষে পাঠ একঘেয়ে ও নিরানন্দ হলে শিক্ষার্থীরা বিমুখ হয়। তাই পাঠকে প্রাণবন্ত ও আকর্ষণীয়...
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয় একাত্তর হলে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে ফরহাদ বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ভিপি পদে সাদিক কায়েম ৯৯১, আবিদুল ইসলাম ২৭৮, কাদের ৯৫, উমামা ১০৪, শামীম ১৯১ ভোট পেয়েছেন।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্যার এফ রহমান হলে ভিপি ও জিএস পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েম ও ফরহাদ বিপুল ভোটে এগিয়ে আছেন। ভিপি পদে সাদিক কায়েম ৬০২, আবিদুল ইসলাম ১৮৬, কাদের ৯১, উমামা ৭৯ ভোট পেয়েছেন।
৫ ঘণ্টা আগে