কুল চাষে লাভের আশা
চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে চাষ হওয়া উচ্চফলনশীল জাতের কুলে (বরই) লাভের আশা করছেন চাষিরা। কুলবাগানগুলো পাকা-কাঁচা কুলে থোকায় থোকায় ভরে গেছে। বাজারে বল সুন্দরী, কাশ্মীরি, ভারত সুন্দরী ও টক-মিষ্টি কুলের ব্যাপক চাহিদা থাকায় লাভের আশা তাঁদের। চাষিরা বলছেন, আড়তদারদের অনিয়মের কারণে বাগানমালিকেরা দাম কম পাচ্ছ