Ajker Patrika

কনে দেখতে গিয়ে ভুয়া পুলিশ গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১০: ৪৪
কনে দেখতে গিয়ে ভুয়া পুলিশ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে পাত্র সেজে কনের বাড়িতে গিয়ে আটক হয়েছেন সোহেল রানা হিমেল (২৬) নামে এক ভুয়া পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। ২০২১ সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় চুয়াডাঙ্গা বড় বাজার নিচের বাজারের মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম মানিক বাদী হয়ে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।  

গ্রেপ্তারকৃত সোহেল রানা হিমেল কুষ্টিয়া সদর উপজেলার আমবাড়িয়া মণ্ডলপাড়ার তিজারত মণ্ডলের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার জহুরুল ইসলাম মানিকের বাড়িতে পুলিশের এসআই পরিচয় দিয়ে নিজের জন্য বিয়ের পাত্রী দেখতে যান সোহেল রানা। এ সময় সোহেল রানার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। সোহেল রানাকে পরিচয় জিজ্ঞাসা করলে যশোরের মনিরামপুর থানায় কর্মরত আছেন বলে জানান। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় যে, সোহেল রানা একজন প্রতারক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরির মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন। তিনি নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত