চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে পাত্র সেজে কনের বাড়িতে গিয়ে আটক হয়েছেন সোহেল রানা হিমেল (২৬) নামে এক ভুয়া পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। ২০২১ সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় চুয়াডাঙ্গা বড় বাজার নিচের বাজারের মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম মানিক বাদী হয়ে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃত সোহেল রানা হিমেল কুষ্টিয়া সদর উপজেলার আমবাড়িয়া মণ্ডলপাড়ার তিজারত মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার জহুরুল ইসলাম মানিকের বাড়িতে পুলিশের এসআই পরিচয় দিয়ে নিজের জন্য বিয়ের পাত্রী দেখতে যান সোহেল রানা। এ সময় সোহেল রানার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। সোহেল রানাকে পরিচয় জিজ্ঞাসা করলে যশোরের মনিরামপুর থানায় কর্মরত আছেন বলে জানান। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় যে, সোহেল রানা একজন প্রতারক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরির মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন। তিনি নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।
চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে পাত্র সেজে কনের বাড়িতে গিয়ে আটক হয়েছেন সোহেল রানা হিমেল (২৬) নামে এক ভুয়া পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। ২০২১ সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় চুয়াডাঙ্গা বড় বাজার নিচের বাজারের মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম মানিক বাদী হয়ে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃত সোহেল রানা হিমেল কুষ্টিয়া সদর উপজেলার আমবাড়িয়া মণ্ডলপাড়ার তিজারত মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার জহুরুল ইসলাম মানিকের বাড়িতে পুলিশের এসআই পরিচয় দিয়ে নিজের জন্য বিয়ের পাত্রী দেখতে যান সোহেল রানা। এ সময় সোহেল রানার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। সোহেল রানাকে পরিচয় জিজ্ঞাসা করলে যশোরের মনিরামপুর থানায় কর্মরত আছেন বলে জানান। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় যে, সোহেল রানা একজন প্রতারক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরির মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন। তিনি নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমরা ক্লিন বাংলাদেশ কর্মসূচি হাতে নিয়েছি। এর আওতায় চট্টগ্রাম শহরে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছি। নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।’
৭ মিনিট আগেক্ষমতার অপব্যবহার করে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়
১৬ মিনিট আগেবান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক তরুণকে পাথর দিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর উপজেলার তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রোয়াংছড়ি থানার পুলিশ। নিহত ব্যক্তি হলেন ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈ
১৯ মিনিট আগেপিরোজপুর-ইন্দুরকানী সড়কের ঝাউতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ইসরাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত (৭) ঝাউতলা এলাকার বাহাদুর শেখের মেয়ে।
২৬ মিনিট আগে