Ajker Patrika

পুলিশের ফ্রি ইফতার অ্যান্ড সাহ্‌রি শপ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ৪৭
Thumbnail image

পবিত্র রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষ এবং হাসপাতালে আগতদের জন্য ফ্রি ইফতার অ্যান্ড সাহরি শপ চালু করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। গত সোমবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এ ভিন্নধর্মী শপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, মানুষ যখন বিপদে পড়ে, তখন পুলিশ জনগণের প্রকৃত বন্ধু। মানুষ বিপদে পড়লে পুলিশকে ডাকে। আসলে পুলিশ মানুষের বিপদের বন্ধু। এখন পুলিশ অনেক ভালো কাজ করে। এখানে আয়োজনটি কেন, সেটি সদর থানার অফিসার ইনচার্জকে জিজ্ঞেস করেছিলাম। তাঁর ব্যাখ্যাটা যুক্তিযুক্ত, আসলে সদর হাসপাতালে অপেক্ষাকৃত গরিব মানুষ বেশি চিকিৎসা নিতে আসেন। রোগীর সঙ্গে দুজন তিনজন থাকে। তারা আসলে ইফতারির সময় ওষুধ কিনতে দৌড়াবে নাকি ইফতারি কিনতে। দুস্থ রোগী, অসহায় অথবা যে কেউ আসুক, এখান থেকে ফ্রি ইফতারি ও সাহরি পাবেন। এখনই শুনেছি, অনেক মানুষ এ উদ্যোগের পাশে দাঁড়াতে চেয়েছেন। এটিই হলো মানবতা। আমাদের ভেতরটাকে জাগ্রত করতে হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সাবেক প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সদর হাসপাতালের আরএমও ফাতেহ আকরাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত