বাঁকখালী নদীতে ভাসল ‘কল্প জাহাজ’, উৎসবে মানুষের উপচে পড়া ভিড়
পানিতে ভাসছে পঙ্খীরাজ, ড্রাগন, বিহার-মন্দির, বিশাল হাঁসসহ আরও কত কিছু! এগুলো মূলত বাঁশ, কাঠ, বেত ও রঙিন কাগজের কারুকাজে তৈরি কল্প জাহাজ। এ গুলো ভাসতে ভাসতে নদীর এপার থেকে ওপারে দাপিয়ে বেড়াচ্ছে। সঙ্গে নেচে গেয়ে জাহাজের ওপরে চলছে বৌদ্ধ কীর্তন। এভাবে প্রতিবছর চলে আসছে কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়