হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকার করায় ২৯ জেলেকে আটক করেছে মৎস্য অফিসের কর্মকর্তারা। এ সময় জালসহ দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
আজ রোববার সন্ধ্যায় আটক জেলেদের ২৭ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায়।
এর আগে আজ রোববার বিকেলে নিঝুম দ্বীপের দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে এসব ট্রলার জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়, প্রতিদিনের মতো উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী নেতৃত্বে নিঝুম দ্বীপ নৌ-পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় নদীতে মাছ শিকার করা অবস্থায় দুটি ট্রলার জব্দ করা হয়।
এ সময় ট্রলারে থাকা ২৯ জেলে সবাইকে আটক করে তমরদ্দি ঘাটে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি মৎস্য অফিসের অধীনে নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
ইউএনও সুরাইয়া আক্তার লাকী জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলার দুটি নিঝুম দ্বীপ চেয়ারম্যানের কাছে জিম্মা দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করে আসছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকার করায় ২৯ জেলেকে আটক করেছে মৎস্য অফিসের কর্মকর্তারা। এ সময় জালসহ দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
আজ রোববার সন্ধ্যায় আটক জেলেদের ২৭ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায়।
এর আগে আজ রোববার বিকেলে নিঝুম দ্বীপের দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে এসব ট্রলার জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়, প্রতিদিনের মতো উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী নেতৃত্বে নিঝুম দ্বীপ নৌ-পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় নদীতে মাছ শিকার করা অবস্থায় দুটি ট্রলার জব্দ করা হয়।
এ সময় ট্রলারে থাকা ২৯ জেলে সবাইকে আটক করে তমরদ্দি ঘাটে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি মৎস্য অফিসের অধীনে নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
ইউএনও সুরাইয়া আক্তার লাকী জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলার দুটি নিঝুম দ্বীপ চেয়ারম্যানের কাছে জিম্মা দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করে আসছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তিন কর্মকর্তার পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার ঘাটতির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২৯ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় শিহাব (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
৪১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আপনি যদি পুলিশকে কাজ করাতে না পারেন, প্রশাসনকে কাজ করাতে না পারেন, মব দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? যে ইলেকশন করবেন, সেই মবের ইলেকশন কি দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে?’
১ ঘণ্টা আগেপুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারসহ ছয় দফা দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসা সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে