Ajker Patrika

নিয়োগে অনিয়ম, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার ‘পদাবনতি’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তিন কর্মকর্তার পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার ঘাটতির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদাবনতির সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পদাবনতি পাওয়া ব্যক্তিদের মধ্যে তরিকুল ইসলাম ও আদিত্য চৌধুরী ষষ্ঠ গ্রেডে এবং পাপিয়া সেন সপ্তম গ্রেডে কর্মরত ছিলেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তরিকুল ইসলামকে ম্যানেজার (ফার্ম) পদ থেকে প্রোডাকশন অফিসার (লাইভস্টক), আদিত্য চৌধুরীকে জ্যেষ্ঠ ভেটেরিনারি সার্জন থেকে প্রোডাকশন অফিসার (পোলট্রি) এবং পাপিয়া সেনকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদাবনতি দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের সবার পদ নবম গ্রেডভুক্ত।

সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন ছিল, তা এই তিনজনের কারও মধ্যেই পাওয়া যায়নি। গত সরকারের সময়ে রাজনৈতিক চাপেই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তা ছাড়া চাকরি স্থায়ীকরণের চার বছর পর পদোন্নতির নিয়ম থাকলেও তাদের দুই বছরের আগেই পদোন্নতি দিয়েছিল তৎকালীন প্রশাসন। তাই তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এমনকি নিয়ম লঙ্ঘন করে ওই কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাঁরা জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মন্তব্য করেন উপাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত