সোনার ছোঁয়ায় সম্পদের পাহাড়
পেশায় তাঁরা স্বর্ণের কারবারি। কেউ দোকানি, কেউ স্বর্ণকার বা কর্মচারী, আবার কেউ জুয়েলারি সমিতির নেতা। পেশাগত কারণে আগে থেকেই পরিচিত এসব মানুষ এবার অন্য কারণে যূথবদ্ধ হয়েছেন, লক্ষ্য—জমি কেনা। এরই মধ্যে চট্টগ্রাম নগরীর কয়েকটি নামী এলাকায় অন্তত ১১টি দামি জায়গা কিনেছেন তাঁরা। সোনার ছোঁয়ায় কেনা এসব জমিতে ত