নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দক্ষিণ কোরিয়া থেকে আনা নতুন ইঞ্জিনগুলো (লোকোমোটিভ) পুরোনো লাইনে অচল। কারণ ২০০০ হর্স পাওয়ারের বেশি শক্তির এসব ইঞ্জিন অনেক বড়। এর ওজনও বেশি। সে জন্য এসব ইঞ্জিনের পরীক্ষা হবে কর্ণফুলীর কালুরঘাট সেতুতে। শত বছরের পুরোনো এই সেতুটি সংস্কার করা হয়েছে। এই রুট দিয়ে চলবে কক্সবাজার ট্রেন। সেতুটি তাই এর ভার সইবে কি না, সে জন্য এই পরীক্ষা।
রেল পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা আজকের পত্রিকাকে বলেন, কালুরঘাট সেতু সংস্কার করে নতুন ট্রেন চালানোর উপযোগী করা হয়েছে। ১১ নভেম্বর কক্সবাজার রুটে ট্রেন চলবে। সে জন্য কালুরঘাট সেতুতে নতুন ইঞ্জিনের ট্রায়াল রানের ব্যবস্থা করা হয়েছে।
আবু জাফর মিঞা আরও বলেন, শনিবার ২৯০০ ও ৩০০২ সিরিজের নতুন ইঞ্জিন পরীক্ষা করা হবে। সেতু দিয়ে ঠিকমতো চলতে পারছে কি না, বা কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না এসব দেখা হবে।
দক্ষিণ কোরিয়া থেকে রেলওয়ের জন্য ৩০টি নতুন ইঞ্জিন কেনা হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকায়। কিন্তু দেশের পুরোনো লাইনে এসব ইঞ্জিন ব্যবহার করা যায় না। কারণ ২০০০ হর্স পাওয়ারের বেশি শক্তির ইঞ্জিনগুলো পুরোনো লাইনে চলতে অক্ষম। তবে বর্তমানে যেসব নতুন রুট তৈরি করা হয়েছে, এসব রুটে ইঞ্জিনগুলো চলবে।
কালুরঘাট সেতুটি শত বছরের পুরোনো। অনেক আগেই এর মেয়াদ উত্তীর্ণ হয়। অনেক হিসাব-নিকাশ করেই এই সেতু দিয়ে ছোট ট্রেন চালাতে হতো। দোহাজারী-কক্সবাজার রুটের ট্রেনগুলো অনেক ভারবাহী। রেলওয়ে তাই সেতুটিকে সংস্কার করে। বলা হচ্ছে, বর্তমানে এই সেতু দিয়ে নতুন ট্রেন চলাচল করতে পারবে।
দক্ষিণ কোরিয়া থেকে আনা নতুন ইঞ্জিনগুলো (লোকোমোটিভ) পুরোনো লাইনে অচল। কারণ ২০০০ হর্স পাওয়ারের বেশি শক্তির এসব ইঞ্জিন অনেক বড়। এর ওজনও বেশি। সে জন্য এসব ইঞ্জিনের পরীক্ষা হবে কর্ণফুলীর কালুরঘাট সেতুতে। শত বছরের পুরোনো এই সেতুটি সংস্কার করা হয়েছে। এই রুট দিয়ে চলবে কক্সবাজার ট্রেন। সেতুটি তাই এর ভার সইবে কি না, সে জন্য এই পরীক্ষা।
রেল পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা আজকের পত্রিকাকে বলেন, কালুরঘাট সেতু সংস্কার করে নতুন ট্রেন চালানোর উপযোগী করা হয়েছে। ১১ নভেম্বর কক্সবাজার রুটে ট্রেন চলবে। সে জন্য কালুরঘাট সেতুতে নতুন ইঞ্জিনের ট্রায়াল রানের ব্যবস্থা করা হয়েছে।
আবু জাফর মিঞা আরও বলেন, শনিবার ২৯০০ ও ৩০০২ সিরিজের নতুন ইঞ্জিন পরীক্ষা করা হবে। সেতু দিয়ে ঠিকমতো চলতে পারছে কি না, বা কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না এসব দেখা হবে।
দক্ষিণ কোরিয়া থেকে রেলওয়ের জন্য ৩০টি নতুন ইঞ্জিন কেনা হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকায়। কিন্তু দেশের পুরোনো লাইনে এসব ইঞ্জিন ব্যবহার করা যায় না। কারণ ২০০০ হর্স পাওয়ারের বেশি শক্তির ইঞ্জিনগুলো পুরোনো লাইনে চলতে অক্ষম। তবে বর্তমানে যেসব নতুন রুট তৈরি করা হয়েছে, এসব রুটে ইঞ্জিনগুলো চলবে।
কালুরঘাট সেতুটি শত বছরের পুরোনো। অনেক আগেই এর মেয়াদ উত্তীর্ণ হয়। অনেক হিসাব-নিকাশ করেই এই সেতু দিয়ে ছোট ট্রেন চালাতে হতো। দোহাজারী-কক্সবাজার রুটের ট্রেনগুলো অনেক ভারবাহী। রেলওয়ে তাই সেতুটিকে সংস্কার করে। বলা হচ্ছে, বর্তমানে এই সেতু দিয়ে নতুন ট্রেন চলাচল করতে পারবে।
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ কারিগরি জৈনাবাজার, পেলাইদ আদর্শ কারিগরি স্কুল, শ্রীপুর কারিগরি স্কুল ও তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত ১০ জুন একযোগে প্রকাশিত হয় এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর জানা যায়, ওইসব শিক্ষার্থী ‘অ্যাপারেল...
১০ মিনিট আগে‘সমঝোতা, নাকি মরতে চান’—মোটাদাগে এই প্রস্তাবের আশঙ্কায় এখন দিন গোনেন রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ীরা। ফোনে বা সরাসরি লোক পাঠিয়ে তাঁদের এই প্রস্তাব দিচ্ছে একদল সন্ত্রাসী। কেউ ভয় পেয়ে সমঝোতা করছেন, কেউ সাড়া না দিয়ে চুপ থাকছেন। তাঁদের বেশির ভাগ থানায় যাচ্ছেন না কিংবা মামলা করছেন না। গত পাঁচ মাসে বৃহত
৪ ঘণ্টা আগেকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় প্রতিদিন বাড়ছে জনসংখ্যা ও নগরায়ণের চাপ। বাড়ছে বর্জ্যের পরিমাণও। অথচ নগরীর বিভিন্ন এলাকায় এখনো ডাস্টবিনের পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বাধ্য হয়ে অনেক বাসিন্দা ও দোকানি ময়লা ফেলছে সড়কের পাশে, ড্রেনে বা খোলা জায়গায়। এতে পরিবেশদূষণের পাশাপাশি উৎকট দুর্গন্ধে
৫ ঘণ্টা আগেখুলনা সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে চলছে ২১ দিনব্যাপী বৃক্ষমেলা। ৭ জুলাই মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। মেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রোববার পর্যন্ত ৬ হাজার ৮৯টি গাছের চারা বিক্রি হয়েছে মেলায়। এর মূল্য ৯ লাখ ২৯ হাজার ৬১৫ টাকা।
৫ ঘণ্টা আগে