Ajker Patrika

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ শিকারে প্রস্তুত হাতিয়ার লক্ষাধিক জেলে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৩: ৫৪
Thumbnail image

ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে। মধ্যরাত থেকে হাতিয়ার ৪২টি ছোট-বড় ঘাট থেকে মাছ শিকারে নামবেন লক্ষাধিক জেলে। রাতে নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পরই নদীতে মাছ শিকারে নেমে পড়বেন এসব জেলে।

প্রতিবছরের মতো এ বছরের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ছিল এই নিষেধাজ্ঞা। এ সময় সমুদ্র ও নদীতে সব ধরনের মাছ শিকার, আহরণ, মজুত ও ক্রয়-বিক্রয় বন্ধ ছিল। এতে ২২ দিন বেকার সময় পার করেছেন জেলেরা। মৌসুমের শুরু থেকে নদীতে তেমন একটা মাছ পাওয়া যায়নি। আর্থিক অভাব-অনটনের মধ্যে কেটেছে তাঁদের দিন।

হাতিয়া বাংলাবাজার ঘাটের জেলে নিত্যহরি আজকের পত্রিকাকে জানান, একটি ছোট মাছ ধরার নৌকার মাঝি তিনি। তাঁর নৌকায় তিনিসহ ১০ জন মাছ ধরার কাজ করেন। এ বছর মৌসুমের প্রথম থেকে আশানুরূপ মাছ পাননি তাঁরা। গত কয়েক দিনে জাল ও নৌকা মেরামতের কাজ শেষ করেছেন। রাতে দল বেঁধে নদীতে মাছ শিকারে যাবেন। এর জন্য সবাই সব শেষ প্রস্তুতি নিতে ঘাটে এসে নৌকায় অবস্থান করছেন।

নদীতে এখন বেশ মাছ ধরা পড়বে বলে আশা করছেন নিত্যহরি। তিনি বলেন, ‘নদীতে এখন মাছ ভালো পাওয়া যাবে। কিছুদিন আগে ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূল দিয়ে চলে গেল। দীর্ঘদিনের অভিজ্ঞতা, ঘূর্ণিঝড়ের পর নদীতে বেশি মাছ পাওয়া যায়।’

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, নিত্যহরির মতো বাংলাবাজার ঘাটের শতাধিক জেলে ও নৌকার মাঝি মাল্লারা তাঁদের জাল নৌকায় তুলে নিচ্ছেন। অনেকে জ্বালানি তেল ও খাবার নিয়ে নিচ্ছেন। সবার মধ্যে একধরনের কর্মতৎপরতা লক্ষ করা গেছে।

মাছ শিকারে হাতিয়ার ৪২টি ছোট-বড় ঘাট থেকে মাছ শিকারে নামবেন লক্ষাধিক জেলে।হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিয়াতে ৪১টি ঘাটে ছোট-বড় প্রায় ১০ হাজার জেলেনৌকা রয়েছে। এসব নৌকায় ১০ জন করে হলেও ১ লাখ লোক এই পেশার সঙ্গে জড়িত। নিষেধাজ্ঞার এই সময়ে হাতিয়ার জেলেরা তীরে অবস্থান করেছেন। কিন্তু পাশের বিভিন্ন উপজেলার জেলেরা হাতিয়ার অংশে এসে মাছ শিকারের চেষ্টা করেছেন। মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা। বিভিন্ন ঘাটে জেলেরা নদীতে যাওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন। তাঁদের মধ্যে আনন্দও কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞায় হাতিয়াতে ১২ হাজার জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। বড় একটি অংশ সরকারি এই সুবিধা থেকে বাদ পড়েছে। ২৫ কেজি চাল হয়তো একটি জেলে পরিবারের জন্য কিছুই হবে না। কিন্তু এ বছর নদীতে মাছ না পেয়ে জেলেদের মধ্যে এই চাল পাওয়ার জন্য হাহাকার ছিল অনেক বেশি।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার পর জেলেরা নদীতে যাওয়ার সুযোগ পাবেন। এ বছর হাতিয়ার জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে যাওয়ার চেষ্টা করেননি। কিন্তু পাশের বিভিন্ন উপজেলার জেলেরা হাতিয়ার অংশে এসে মাছ ধরার চেষ্টা করেছে। এদের মধ্যে অনেককে আটক করে জেল জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন ‘গত ২২ দিনে হাতিয়ায় ৭২ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪০ জনকে কারাদণ্ড ও ৩২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত