ঝড়ের তাণ্ডবে স্বপ্ন ভাঙল সেচ প্রকল্পের কৃষকদের
কালবৈশাখী ঝড়ে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি আর ঝোড়ো বাতাসে ধানগাছ নুইয়ে পড়ে মাটির সঙ্গে এক হয়ে গেছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় হতাশ কৃষকেরা। এ ছাড়া ভুট্টা, তরকারি, শাকসবজি, কাঁচা মরিচ, ঘর বাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।