Ajker Patrika

তরুণীদের পছন্দের শীর্ষে গারারা, সারারা

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১২: ৩৫
Thumbnail image

লিফট থেকে নেমে হাতের বাঁ পাশে যেতেই চোখে পড়বে তুলি ফ্যাশন। সানমার ওশান সিটির তৃতীয় তলার ওই দোকানটিতে শোভা পাচ্ছে নজরকাড়া নকশার সব কাপড়। দোকানের মুখে সাজিয়ে রাখা হয়েছে হাল ফ্যাশনের ক্রেজ সারারা, গারারা। আছে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ নানা নকশার নামকরা সব পোশাক। বিক্রেতারা বললেন, দোকানে সব ধরনের পোশাক রাখলেও এবার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে গারারা, সারারা। দোকানে আসা বেশির ভাগ তরুণীই এ দুই ধরনের পোশাক কিনছেন।

তুলি ফ্যাশনের মালিক আনিসুল ইসলাম বলেন, ‘গতবারের মতো এবারও গারারা, সারারা ক্রেতাদের পছন্দের শীর্ষে। আমরা লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ যেসব পোশাক বিক্রি করছি। এগুলোর মধ্যে এবার গারারা, সারারাই বেশি বেচাকেনা হচ্ছে। দোকানে ৬ থেকে ৮ হাজার টাকার মধ্যে মিলছে এসব পোশাক।’

উইমেন্স ওয়ার্ল্ডের মালিক আজিজুল হক বলেন, ‘এবার গারারা, সারারার চাহিদা একটু বেশি। তবে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ অন্য পোশাকগুলোও কিনছেন অনেকে।’ তবে এবার প্রস্তুতির তুলনায় বেচাকেনা কম বলে তিনি জানান।

নগরের জিইসি মোড় থেকে একটু সামনে গেলেই সানমার ওশান সিটি। ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি নারী ও শিশুদের পোশাক, বুটিক, জুয়েলারি শপের জন্য চট্টগ্রামে বিশেষ স্থান করে নিয়েছে এই মার্কেট। গত রোববার দুপুরে মার্কেটে গিয়ে দেখা যায়, তৃতীয় তলায় মেয়েদের পোশাকের দোকানে বেচা-কেনা জমে উঠেছে। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকান ঘুরে দেখছেন ক্রেতারা।

দোকানদাররা জানিয়েছেন, কাতান ও টিস্যু কাপড়ে তৈরি সারারা ও গারারা দেখতে অনেকটা কাছাকাছি। নাম পুরোনো হলেও ইন্ডিয়ান ঢংয়ের এ ড্রেসগুলোর ডিজাইনে আছে নতুনত্ব।

ঠিক উল্টো চিত্র দেখা গেছে মার্কেটের নিচতলায় ছেলেদের পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। বিক্রেতারা বললেন, ১৫ রমজান পার হতে চললেও এবার মার্কেট এখনো পুরোপুরি জমে ওঠেনি। মাঝখানে দু-এক দিন ভালো বেচাকেনা হলেও এখন মন্দাভাব।

এ সম্পর্কে জানতে চাইলে ব্র্যান্ড শপ শৈল্পিকের ব্রাঞ্চ ইনচার্জ মো. শাখাওয়াত হোসাইন রনি বলেন, এবার বেচাকেনা খুব একটা নেই। আগে রমজানে ৩ থেকে ৪ লাখ টাকা প্রতিদিন বেচাকেনা হতো। এখন দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতেই কষ্ট হয়ে যাচ্ছে।

জেন্টেল পার্কের শো-রুমে ম্যানেজার মো. রোকন উদ্দিন বাপ্পা বলেন, ‘আমরা মনে করেছিলাম, রমজানের মাঝামাঝিতেই বেচাকেনা জমে উঠবে। কিন্তু বাস্তবে সেটি দেখা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত