টাকা আত্মসাতের জন্য ছিনতাইয়ের নাটক প্রাইভেট কার চালকের, গ্রেপ্তার ৭
পুলিশ বলছে, ৫৫ লাখ টাকা নয়, প্রাইভেট কারচালক ইউসুফ আলী সাজুর যোগসাজশে নগদের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নগদের যশোর কার্যালয়ের হিসাবরক্ষক কাজী মমিনুর ইসলাম বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেন। রাতেই পুলিশ টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে।