Ajker Patrika

জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
ইউপি চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত
ইউপি চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁর নামে জুলাই গণ–অভ্যুত্থানে রিকশাচালক আব্দুল মান্নান হত্যার মামলা রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নুনগোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া ডিবির উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই আরিফুল জানান, জুলাই আন্দোলনে আব্দুল মান্নান হত্যা মামলার এজাহারনামীয় আসামি শহিদুল ইসলাম। গত সেপ্টেম্বর মাসে তাঁর নামে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শহিদুল ইসলাম সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিশিন্দারা ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ওই ইউনিয়নের বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করায় ২০২২ সালেই দল থেকে শহিদুল ইসলাম সরকারকে বহিষ্কার করা হয়। সেই থেকে তাঁর বিএনপির সঙ্গে কোনো কর্মকাণ্ডে নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত