Ajker Patrika

দলবদ্ধভাবে ধর্ষণের পর শিশু জুঁইকে হত্যা, শিশু-কিশোরসহ গ্রেপ্তার ৫

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
শিশু জুঁইকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা। ছবি: আজকের পত্রিকা
শিশু জুঁইকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে ভুট্টাখেত থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এক যুবক, শিশু ও তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে দলবদ্ধভাবে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার যুবক ও কিশোরেরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে শিকার করেছে।

আজ রোববার দুপুর ১২টায় চাটমোহর থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এর আগে ১৫ এপ্রিল চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের একটি ভুট্টাখেতে আকলিমা খাতুন জুঁই (৭) নামের ওই শিশুর লাশ পাওয়া যায়।

জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের বড় গারফা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে।

গ্রেপ্তার যুবক হলেন গড়ফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫)।

সংবাদ সম্মেলনে চাটমোহর থানার ওসি মঞ্জরুল ইসলাম বলেন, ১৪ এপ্রিল বিকেলে শিশু আকলিমা খাতুন জুঁই তার দাদির বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যায় জুঁই দাদির বাড়ি থেকে চলে এলেও বাড়িতে আর ফেরেনি। পরদিন সকালে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আফজাল হোসেনের ভুট্টাখেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জুঁইয়ের মা মোমেনা খাতুন চাটমোহর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই চাটমোহর ও বড়াইগ্রাম থানা–পুলিশ হত্যার সূত্র উদ্‌ঘাটনে নামে।

ওসি আরও জানান, শিশুটিকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত বলে শিকার করেছে। আজ দুপুরে পাবনার আদালতে পাঠালে তাঁরা ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত