Ajker Patrika

বিএনপি নেতাকে হাতুড়িপেটা, জামায়াত নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  
হাফিজুর রহমান।  ছবি: সংগৃহীত
হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতা আজাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ এলাকা থেকে জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। এদিকে হামলার ঘটনায় জামায়াতের ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বিএনপি নেতার ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে গতকাল রাতে মামলাটি করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, বিএনপির নেতা আজাদের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে জামায়াত নেতা হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্য অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এদিকে বিএনপি নেতা আজাদের ওপর হামলার ঘটনায় জড়িত জামায়াত-শিবির নেতা–কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির নেতা-কর্মীরা দফায় দফায় বিক্ষোভ–মিছিল করেছেন।

উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ড ইজারা নিয়ে বিএনপি নেতা আজাদের সঙ্গে জামায়াত নেতাদের বিরোধের জেরে গতকাল দুপুরে উল্লাপাড়া মডেল থানার সামনে বিএনপি নেতার ওপর হামলার এ ঘটনা ঘটে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাঁকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় উল্লাপাড়ায় জামায়াত-বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত