Ajker Patrika

এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৮: ১৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে এক যাত্রী আহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া আজকের পত্রিকাকে বলেন, সকালে বিআরটিসির দোতলা একটি বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। চালকের ভুলে এই ঘটনা ঘটে। এতে বাসের ওপরের একটি অংশ বিধ্বস্ত হয়েছে।

তেজগাঁও থানা–পুলিশ জানায়, এ ঘটনায় বিআরটিসি বাসের চালককে জরিমানা করা হয়েছে। আহত কেউ অভিযোগ করেননি। কোনো মামলাও হয়নি। এদিকে বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে—এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বাসের দোতলার সামনের একটি অংশ পিলারের আঘাতে ভেঙে যেতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত