নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তাঁর ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির ডাইস কিনে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাসটি থামায়। এরপর র্যাবের কটি পরিহিত ৩-৪ জন বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ২ হাজার ৭০০ টাকা এবং ক্রয় করা যন্ত্রাংশ লুট করে নেয় দুর্বৃত্তরা।
র্যাব জানায়, ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা তাদের ঘিরে ফেললে মাইক্রোবাসের চারপাশ ভাঙচুর এবং দুজনকে মারধর করে। পরে র্যাব পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে র্যাবের চারটি জ্যাকেট, তিনটি র্যাবের ক্যাপ, একটি রেইনকোট, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকিসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তাঁর ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির ডাইস কিনে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাসটি থামায়। এরপর র্যাবের কটি পরিহিত ৩-৪ জন বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ২ হাজার ৭০০ টাকা এবং ক্রয় করা যন্ত্রাংশ লুট করে নেয় দুর্বৃত্তরা।
র্যাব জানায়, ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা তাদের ঘিরে ফেললে মাইক্রোবাসের চারপাশ ভাঙচুর এবং দুজনকে মারধর করে। পরে র্যাব পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে র্যাবের চারটি জ্যাকেট, তিনটি র্যাবের ক্যাপ, একটি রেইনকোট, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকিসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৫ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৬ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাতে আবারও জলাবদ্ধতার শিকার হয়েছে যশোরের ভবদহ অঞ্চল। যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৪৫টি গ্রামের বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ডুবে গেছে পানিতে। দীর্ঘদিনের নদী-নালা খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছর বছর এমন দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।
৬ ঘণ্টা আগে