Ajker Patrika

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর উদ্ধারসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২১: ৫৯
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন রিংটেইল লেমুর ও গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন তওসীফ। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন রিংটেইল লেমুর ও গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন তওসীফ। ছবি: সংগৃহীত

গাজীপুরের সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুর জেলার সদর থানার দড়িহামিপুর আকন্দবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তওসীফকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই ঢাকার শ্যামবাজার এলাকা থেকে একটি পুরুষ রিংটেইল লেমুর খাঁচাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ রাত ১১টা থেকে ২৪ মার্চ ভোর সাড়ে ৫টার মধ্যে সাফারি পার্কের লামচিতা ঘর-০১-এর জাল কেটে দুটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি হয়। ঘটনাটি গুরুত্বসহকারে নিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধে ডিবি তদন্ত শুরু করে। পরে বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় চুরির ঘটনায় অভিযুক্ত তওসীফকে শনাক্ত করা হয়।

বাকি দুটি লেমুর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত