Ajker Patrika

চাঁদপুরে সাবেক পৌর চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
ইউসুফ গাজী। ছবি: সংগৃহীত
ইউসুফ গাজী। ছবি: সংগৃহীত

চাঁদপুরে পৃথক অভিযানে পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইউসুফ গাজী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। বাকিরা হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

আজ শনিবার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউসুফ গাজীকে গতকাল রাতে শহরের মুখার্জি ঘাট নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। একই রাতে গ্রেপ্তার করা হয় যুবলীগের ওই দুই নেতাকে।

ওসি মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ গাজী ও হজু ব্যাপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে মাদক মামলায়। গ্রেপ্তার তিনজনকেই জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত