ফোনের অসংখ্য ফিচার নিয়ে যারা বিরক্ত, তাদের জন্য এই স্মার্টফোন
স্মার্টফোন আসক্তি যাঁরা ছাড়তে চান, তাঁদের জন্য এই নতুন ফোন। ন্যূনতম ও সাধারণ ফিচারযুক্ত নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে মিনিমাল কোম্পানি। একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি ফোনের মতো, এতে ফিজিক্যাল কি-বোর্ডও যুক্ত করা হয়েছে। ফোনটিতে একবার চার্জ দিলে টানা চার দিন চলবে বলে দাবি কোম্পানিটির।