বহুল কাঙ্ক্ষিত শাওমি ১৪ আলট্রা স্মার্টফোনের ডিজাইন ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য ফাঁস হয়েছে। শাওমি আলট্রার ফাঁস হওয়া বিভিন্ন ছবি থেকে জানা যায়, ফোনটির পেছন কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে। আর চামড়ার ওপরেই একটি বিশাল বড় ক্যামেরা বাম্প (যেখানে ক্যামেরার লেন্স সুসজ্জিত থাকে) থাকবে। শাওমি ১৪ সিরিজের বাকি মডেলগুলোর সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি এই ফোন উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে বলা হয়, শাওমি ১৪ আলট্রা ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। ফোনটির ক্যামেরা বাম্পটি গোলাকার ও শাওমির ১৩ আলট্রা মডেলের তুলনায় মোটা হবে। ক্যামেরার লেন্সগুলোর সঙ্গে লেসিয়া ব্র্যান্ডের নাম লেখা রয়েছে। অর্থাৎ ক্যামেরায় লেসিয়া ব্র্যান্ডের লেন্স ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশিত ছবি জানা যায়, শাওমি ১৪ আলট্রা মডেলের ডানপাশে ভলিউম ও পাওয়ার বাটন থাকবে। আর ইউএসবি সি পোর্ট, স্পিকার ও প্রাইমারি মাইক্রোফোন ফোনের নিচের দিকে থাকবে।
আগের বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুসারে, শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম + ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
সবচেয়ে বড় স্টোরেজের সংস্করণটি টাইটানিয়াম, সাদা ও নীল রঙে আসতে পারে। এর মধ্যে সাদা রংয়ের সংস্করণে পেছনটি কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে ও নীল রঙের সংস্করণে গ্লাস বা কাচ ব্যবহার করা হতে পারে।
শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণগুলো শুধু সাদা ও কালো রঙে পাওয়া যেতে পারে।
দাম
শাওমি ১৪ আলট্রা মডেলটির দাম ৭ হাজার ২৯৯ চীনা ইউয়ান। আর টাইটানিয়াম সংস্করণটির দাম ৭ হাজার ৭৯৯ চীনা ইউয়ান হতে পারে।
শাওমি ১৪ আলট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
জিপিইউ: অ্যাডরেনো ৭৫০
মেমোরি: ১৬ জিবি
ব্যাটারি: ৫,১৮০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বহুল কাঙ্ক্ষিত শাওমি ১৪ আলট্রা স্মার্টফোনের ডিজাইন ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য ফাঁস হয়েছে। শাওমি আলট্রার ফাঁস হওয়া বিভিন্ন ছবি থেকে জানা যায়, ফোনটির পেছন কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে। আর চামড়ার ওপরেই একটি বিশাল বড় ক্যামেরা বাম্প (যেখানে ক্যামেরার লেন্স সুসজ্জিত থাকে) থাকবে। শাওমি ১৪ সিরিজের বাকি মডেলগুলোর সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি এই ফোন উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে বলা হয়, শাওমি ১৪ আলট্রা ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। ফোনটির ক্যামেরা বাম্পটি গোলাকার ও শাওমির ১৩ আলট্রা মডেলের তুলনায় মোটা হবে। ক্যামেরার লেন্সগুলোর সঙ্গে লেসিয়া ব্র্যান্ডের নাম লেখা রয়েছে। অর্থাৎ ক্যামেরায় লেসিয়া ব্র্যান্ডের লেন্স ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশিত ছবি জানা যায়, শাওমি ১৪ আলট্রা মডেলের ডানপাশে ভলিউম ও পাওয়ার বাটন থাকবে। আর ইউএসবি সি পোর্ট, স্পিকার ও প্রাইমারি মাইক্রোফোন ফোনের নিচের দিকে থাকবে।
আগের বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুসারে, শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম + ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
সবচেয়ে বড় স্টোরেজের সংস্করণটি টাইটানিয়াম, সাদা ও নীল রঙে আসতে পারে। এর মধ্যে সাদা রংয়ের সংস্করণে পেছনটি কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে ও নীল রঙের সংস্করণে গ্লাস বা কাচ ব্যবহার করা হতে পারে।
শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণগুলো শুধু সাদা ও কালো রঙে পাওয়া যেতে পারে।
দাম
শাওমি ১৪ আলট্রা মডেলটির দাম ৭ হাজার ২৯৯ চীনা ইউয়ান। আর টাইটানিয়াম সংস্করণটির দাম ৭ হাজার ৭৯৯ চীনা ইউয়ান হতে পারে।
শাওমি ১৪ আলট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
জিপিইউ: অ্যাডরেনো ৭৫০
মেমোরি: ১৬ জিবি
ব্যাটারি: ৫,১৮০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
৯ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১০ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১১ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১২ ঘণ্টা আগে