Ajker Patrika

বাজারে এল টেকনোর ‘স্পার্ক ২০ প্রো’ 

বিজ্ঞপ্তি
Thumbnail image

বৈশ্বিক স্মার্টফোনের ব্র্যান্ড টেকনো বাংলাদেশে উন্মোচন করেছে ‘স্পার্ক ২০ প্রো’ মডেলের নতুন স্মার্টফোন। টেকনোর স্পার্ক সিরিজের সর্বশেষ সংস্করণের বিভিন্ন ফিচার এই ফোনে রয়েছে। এ ছাড়া আছে ১২০ হার্জের ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। 

টেকনো স্পার্ক ২০ প্রো ফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ৬ দশমিক ৭৮ ইঞ্চির ফুলএইচডিপ্লাস হোল স্ক্রিন, যা ফোনটির ব্যবহারকারীদের চমৎকার ভিউইং অভিজ্ঞতা দেবে। চমৎকার ছবি তোলা ও ভালো মানের ভিডিও ধারণের জন্য ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের আলট্রা সেনসিং সেন্সর-সমৃদ্ধ মেইন ক্যামেরা রয়েছে যা দিয়ে ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যাবে। পাশাপাশি ১০ এক্স ডিজিটাল জুম ফিচার রয়েছে, যা দিয়ে দূরের দৃশ্যও ক্লিয়ার ক্যাপচার করা যাবে। এছাড়াও এর আলট্রা লার্জ সেন্সর এবং ওয়াইড অ্যাপারচার অনায়াসে বিভিন্ন ধরনের আলোর সঙ্গে খাপ খাইয়ে, বিভিন্ন মুহূর্তের প্রাণবন্ত ছবি উপহার দিতে পারবে। 

টেকনোর নতুন এই ফোনে সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্লোয়িং সেলফি ক্যামেরা যার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়তায় অসাধারণ সেলফি তুলতে পারবে ব্যবহারকারী। এ ছাড়া এই ফোনে রয়েছে ডুয়েল ভিডিও মুড যা একই সঙ্গে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করে মাধ্যমে উভয় সাইডের ভিডিও একসঙ্গে ক্যাপচার করতে পারবে। 

স্মুথ পারফরমেন্সের জন্য টেকনো স্পার্ক ২০প্রো ফোনটিতে শক্তিশালী হেলিও জি৯৯ (৬ ন্যানোমিটার) চিপসেট দেওয়া হয়েছে। যা একই সঙ্গে পাওয়ারফুল এবং ইফিশিয়েন্ট। 

ফাস্ট অ্যাপ ওপেনিং এবং লং টাইম গেমিংয়ের জন্য এই ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অরোরা এবং ড্রয়িং ইঞ্জিন ২ দশমিক ০ দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে ২৫৬ জিবির বিশাল বিল্টইন স্টোরেজ সঙ্গে রয়েছে ১৬ জিবি র‍্যাম (৮ + ৮ জিবি)। র‍্যাম, রম, শক্তিশালী প্রসেসর ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ইঞ্জিনের কম্বিনেশনের জন্য এই ফোন নিশ্চিত করবে স্মুথ, ল্যাগ-হীন গেমিং এক্সপ্রিয়েন্স এবং ডেইলি লাইফ ইউজিং। 

চমৎকার সাউন্ড অভিজ্ঞতা দেওয়ার জন্য ফোনটিতে রয়েছে হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। দিনভর ব্যাকআপের জন্য এই ফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে ও চার্জ করার জন্য রয়েছে ৩৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি। 

টেকনো স্পার্ক ২০প্রো মডেলটি দুইটি নান্দনিক রঙে পাওয়া যাবে যেগুলো হলো সানসেট ব্ল্যাশ এবং মুনলিট ব্ল্যাক কালার। 

সেরা সব ফিচারে ভরপুর স্পার্ক ২০ প্রো ফোনটি দেশজুড়ে সকল টেকনো আউটলেটে পাওয়া যাবে মাত্র ২১ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। যারা পাওয়ারফুল এবং স্টাইলিশ ফোন খুঁজছে আকর্ষণীয় দামে তাঁদের জন্য এই ফোন হবে বাজেটে সেরা পছন্দের হবে বলে মনে করছেন টেকনোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত