আইফোনের প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে নাথিং কোম্পানি। নাথিং ফোন ১ ও নাথিং ফোন ২ বাজারে বেশ সাড়াও ফেলেছে। শিগগিরই আসছে নাথিং ফোন ২এ। তবে এর আগেই অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচারের তথ্য ফাঁস হয়ে গেছে। পেছনের ক্যামেরার অবস্থানসহ কাস্টমাইজেবল এলইডি লাইট বাদ দেওয়ার মতো বিভিন্ন পরিবর্তন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনের পেছনের এলইডি লাইট ছিল ফোনগুলোর সিগনেচার ডিজাইন। নাথিং ফোনের এই অনন্য ফিচারকে বলা হচ্ছে— গ্লিফ ইন্টারফেস। এই ফিচারের মাধ্যমে ডিভাইসে কল বা নোটিফিকেশন এলে পেছনের এলইডি লাইটগুলো জ্বলে ওঠে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপিক্স ও প্রযুক্তি বিশ্লেষক স্টিভ এইচ. এমসিফ্লাইয়ের মতে, নাথিং ফোন ২এ–তে কোনো গ্লিফ ইন্টারফেস থাকবে না। ওয়েবসাইটে ফোনটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, এবারের মডেলটি সাদা রঙের হবে এবং পেছনে স্বচ্ছ প্যানেল থাকবে।
এ ছাড়া নাথিং ফোন ১ ও ফোন ২ মডেলের চেয়ে ভিন্ন অবস্থানে ক্যামেরার প্যানেলটি থাকবে নতুন মডেলে। দুটি ক্যামেরার লেন্স ওপরের বাম কোনায় উল্লম্বভাবে থাকবে। নাথিং ব্র্যান্ডিং ও নিয়ন্ত্রক আইকন নিচের দিকে থাকবে।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪–এর নাথিং ফোনের নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে। ফোনটি নাথিং ফোন ১–এর তুলনায় উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ৯ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ১ সেন্সর
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫ সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০
রং: সাদা ও কালো
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আইফোনের প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে নাথিং কোম্পানি। নাথিং ফোন ১ ও নাথিং ফোন ২ বাজারে বেশ সাড়াও ফেলেছে। শিগগিরই আসছে নাথিং ফোন ২এ। তবে এর আগেই অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচারের তথ্য ফাঁস হয়ে গেছে। পেছনের ক্যামেরার অবস্থানসহ কাস্টমাইজেবল এলইডি লাইট বাদ দেওয়ার মতো বিভিন্ন পরিবর্তন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনের পেছনের এলইডি লাইট ছিল ফোনগুলোর সিগনেচার ডিজাইন। নাথিং ফোনের এই অনন্য ফিচারকে বলা হচ্ছে— গ্লিফ ইন্টারফেস। এই ফিচারের মাধ্যমে ডিভাইসে কল বা নোটিফিকেশন এলে পেছনের এলইডি লাইটগুলো জ্বলে ওঠে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপিক্স ও প্রযুক্তি বিশ্লেষক স্টিভ এইচ. এমসিফ্লাইয়ের মতে, নাথিং ফোন ২এ–তে কোনো গ্লিফ ইন্টারফেস থাকবে না। ওয়েবসাইটে ফোনটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, এবারের মডেলটি সাদা রঙের হবে এবং পেছনে স্বচ্ছ প্যানেল থাকবে।
এ ছাড়া নাথিং ফোন ১ ও ফোন ২ মডেলের চেয়ে ভিন্ন অবস্থানে ক্যামেরার প্যানেলটি থাকবে নতুন মডেলে। দুটি ক্যামেরার লেন্স ওপরের বাম কোনায় উল্লম্বভাবে থাকবে। নাথিং ব্র্যান্ডিং ও নিয়ন্ত্রক আইকন নিচের দিকে থাকবে।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪–এর নাথিং ফোনের নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে। ফোনটি নাথিং ফোন ১–এর তুলনায় উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ৯ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ১ সেন্সর
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫ সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০
রং: সাদা ও কালো
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
টেক জায়ান্ট অ্যাপল দীর্ঘদিন ধরেই তাদের জনপ্রিয় স্মার্টওয়াচে ক্যামেরা সংযুক্ত করার কথা ভাবছে। ২০১৯ সালেই এই বিষয়ে একটি পেটেন্ট আবেদন করে তারা। যদিও এখনো সেটি বাস্তবে রূপ নেয়নি। তবে এবার হয়তো প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ বাজারে আনতে চলেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
১ ঘণ্টা আগেকনটেন্টভিত্তিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কারণে পৃথিবীর কোন প্রান্তের কোন মানুষের ভাগ্য কখন যে খুলে যায়, তা কেউ বলতে পারে না। তুষার চাকমার গল্পটাও সে রকম। একসময় যে ফেসবুক ছিল তাঁর বিনোদনের মাধ্যম, এখন সেটিই হয়ে উঠেছে আয়ের উৎস। কোথাও না গিয়ে নিজের এলাকায় থেকে, নিজের মতো কাজ করে এখন তিনি মাসে গড়ে
২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এআই চলচ্চিত্র। পিছিয়ে নেই বাংলাদেশও। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিজ্ঞানভিত্তিক এডুটেক প্ল্যাটফর্ম বিজ্ঞানপ্রিয় নিয়ে এসেছে এআই নির্মিত স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কিংবা শর্টফিল্ম ‘টাইম ট্রাভেল’।
৩ ঘণ্টা আগেগতকাল সোমবার জেড ডট এআই জানিয়েছে, তাদের নতুন মডেল জেএলএম–৪.৫ ব্যবহার করতে ডিপসিকের চেয়েও কম খরচ হবে। আর এই মডেলটি ‘এজেন্টিক এআই’ ভিত্তিতে তৈরি। অর্থাৎ মডেলটি কোনো কাজ পেলে তা নিজেই ছোট ছোট কাজে ভাগ করে নিয়ে আরও নির্ভুলভাবে নির্দেশ সম্পন্ন করতে পারে।
৩ ঘণ্টা আগে