আগামী ২২ ফেব্রুয়ারি চীনের বাজারে আসছে হুয়াওয়ের ফোল্ডিং ফোন ‘পকেট ২ ’। বাজারে ছাড়ার তারিখ ঘোষণা হলেও এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ভাঁজযোগ্য ফোনটি স্যাটেলাইট ম্যাসেজিং সমর্থন করবে। সেই সঙ্গে ডিভাইসটি পানি নিরোধক হবে এবং ফোনটি এক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে ফোনটির একটি টিজার দেখানো হয়। ফোনটির পেছনে হুয়াওয়ে পকেট এস ও হুয়াওয়ের পি৫০ পকেটের মতো দুইটি বৃত্তাকার অংশ দেখা যায়। এর একটি অংশে ক্যামেরা ও আরেকটি অংশে সেকেন্ডারি ডিসপ্লে বা স্ক্রিন থাকবে।
ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এতে চিপসেট হিসেবে কিরিন ৯০০০ এস ব্যবহার করা হতে পারে। আগের মডেলগুলোর মতো শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪,৫২০ এমএইচের ব্যাটারি ব্যবহার কর হতে পারে।
ডিভাইসটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণে পাওয়া যাবে। এতে হারমনি ওএস ৪ অপারেটিং সিস্টেম থাকবে।
ফোনটির সম্ভাব্য রং
হুয়াওয়ে পকেট ২ মডেলটি কালো, বেগুনি ও সাদা রঙে পাওয়া যেতে পারে। সাদা রঙের সংস্করণে মার্বেলর মতো প্যাটার্ন দেখা যাবে। আর বেগুনি সংস্করণের পেছনে অংশে কৃত্রিম চামড়ার ডিজাইন করা হতে পারে।
আবার আরেক প্রযুক্তি ব্লগার ফোনের পেছনের অংশের ছবি প্রকাশ করা যায়। সেই ছবি থেকে অনুসারে, ফোনটি সবুজ ও নীল রংয়ে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০ ও গিজমোচায়না
আগামী ২২ ফেব্রুয়ারি চীনের বাজারে আসছে হুয়াওয়ের ফোল্ডিং ফোন ‘পকেট ২ ’। বাজারে ছাড়ার তারিখ ঘোষণা হলেও এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ভাঁজযোগ্য ফোনটি স্যাটেলাইট ম্যাসেজিং সমর্থন করবে। সেই সঙ্গে ডিভাইসটি পানি নিরোধক হবে এবং ফোনটি এক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে ফোনটির একটি টিজার দেখানো হয়। ফোনটির পেছনে হুয়াওয়ে পকেট এস ও হুয়াওয়ের পি৫০ পকেটের মতো দুইটি বৃত্তাকার অংশ দেখা যায়। এর একটি অংশে ক্যামেরা ও আরেকটি অংশে সেকেন্ডারি ডিসপ্লে বা স্ক্রিন থাকবে।
ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এতে চিপসেট হিসেবে কিরিন ৯০০০ এস ব্যবহার করা হতে পারে। আগের মডেলগুলোর মতো শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪,৫২০ এমএইচের ব্যাটারি ব্যবহার কর হতে পারে।
ডিভাইসটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণে পাওয়া যাবে। এতে হারমনি ওএস ৪ অপারেটিং সিস্টেম থাকবে।
ফোনটির সম্ভাব্য রং
হুয়াওয়ে পকেট ২ মডেলটি কালো, বেগুনি ও সাদা রঙে পাওয়া যেতে পারে। সাদা রঙের সংস্করণে মার্বেলর মতো প্যাটার্ন দেখা যাবে। আর বেগুনি সংস্করণের পেছনে অংশে কৃত্রিম চামড়ার ডিজাইন করা হতে পারে।
আবার আরেক প্রযুক্তি ব্লগার ফোনের পেছনের অংশের ছবি প্রকাশ করা যায়। সেই ছবি থেকে অনুসারে, ফোনটি সবুজ ও নীল রংয়ে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০ ও গিজমোচায়না
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
৩৭ মিনিট আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
১ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৯ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে