আগামী ২২ ফেব্রুয়ারি চীনের বাজারে আসছে হুয়াওয়ের ফোল্ডিং ফোন ‘পকেট ২ ’। বাজারে ছাড়ার তারিখ ঘোষণা হলেও এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ভাঁজযোগ্য ফোনটি স্যাটেলাইট ম্যাসেজিং সমর্থন করবে। সেই সঙ্গে ডিভাইসটি পানি নিরোধক হবে এবং ফোনটি এক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে ফোনটির একটি টিজার দেখানো হয়। ফোনটির পেছনে হুয়াওয়ে পকেট এস ও হুয়াওয়ের পি৫০ পকেটের মতো দুইটি বৃত্তাকার অংশ দেখা যায়। এর একটি অংশে ক্যামেরা ও আরেকটি অংশে সেকেন্ডারি ডিসপ্লে বা স্ক্রিন থাকবে।
ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এতে চিপসেট হিসেবে কিরিন ৯০০০ এস ব্যবহার করা হতে পারে। আগের মডেলগুলোর মতো শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪,৫২০ এমএইচের ব্যাটারি ব্যবহার কর হতে পারে।
ডিভাইসটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণে পাওয়া যাবে। এতে হারমনি ওএস ৪ অপারেটিং সিস্টেম থাকবে।
ফোনটির সম্ভাব্য রং
হুয়াওয়ে পকেট ২ মডেলটি কালো, বেগুনি ও সাদা রঙে পাওয়া যেতে পারে। সাদা রঙের সংস্করণে মার্বেলর মতো প্যাটার্ন দেখা যাবে। আর বেগুনি সংস্করণের পেছনে অংশে কৃত্রিম চামড়ার ডিজাইন করা হতে পারে।
আবার আরেক প্রযুক্তি ব্লগার ফোনের পেছনের অংশের ছবি প্রকাশ করা যায়। সেই ছবি থেকে অনুসারে, ফোনটি সবুজ ও নীল রংয়ে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০ ও গিজমোচায়না
আগামী ২২ ফেব্রুয়ারি চীনের বাজারে আসছে হুয়াওয়ের ফোল্ডিং ফোন ‘পকেট ২ ’। বাজারে ছাড়ার তারিখ ঘোষণা হলেও এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ভাঁজযোগ্য ফোনটি স্যাটেলাইট ম্যাসেজিং সমর্থন করবে। সেই সঙ্গে ডিভাইসটি পানি নিরোধক হবে এবং ফোনটি এক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে ফোনটির একটি টিজার দেখানো হয়। ফোনটির পেছনে হুয়াওয়ে পকেট এস ও হুয়াওয়ের পি৫০ পকেটের মতো দুইটি বৃত্তাকার অংশ দেখা যায়। এর একটি অংশে ক্যামেরা ও আরেকটি অংশে সেকেন্ডারি ডিসপ্লে বা স্ক্রিন থাকবে।
ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এতে চিপসেট হিসেবে কিরিন ৯০০০ এস ব্যবহার করা হতে পারে। আগের মডেলগুলোর মতো শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪,৫২০ এমএইচের ব্যাটারি ব্যবহার কর হতে পারে।
ডিভাইসটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণে পাওয়া যাবে। এতে হারমনি ওএস ৪ অপারেটিং সিস্টেম থাকবে।
ফোনটির সম্ভাব্য রং
হুয়াওয়ে পকেট ২ মডেলটি কালো, বেগুনি ও সাদা রঙে পাওয়া যেতে পারে। সাদা রঙের সংস্করণে মার্বেলর মতো প্যাটার্ন দেখা যাবে। আর বেগুনি সংস্করণের পেছনে অংশে কৃত্রিম চামড়ার ডিজাইন করা হতে পারে।
আবার আরেক প্রযুক্তি ব্লগার ফোনের পেছনের অংশের ছবি প্রকাশ করা যায়। সেই ছবি থেকে অনুসারে, ফোনটি সবুজ ও নীল রংয়ে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০ ও গিজমোচায়না
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২০ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে