অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো এসই। সম্প্রতি এই সিরিজের এসই ৪ মডেল নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। মডেলটি ২০২৫ সালে উন্মোচন করা হবে এবং এর ডিজাইন আইফোন ১৬ মডেলের মতো হবে। এসই ৪ মডেলে ক্যামেরার নচ থাকছে না তার পরবর্তী অ্যাপলের জনপ্রিয় ফিচার ডাইনামিক আইল্যান্ড যুক্ত করা হতে পারে।
আইফোনের এসই ৪ এর নকশা আইফোন ১৬ এর মতো হবে বলে এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাজিন ব্লু দাবি করে। তবে আইফোন ১৬ এর দুইটি ক্যামেরা বদলে এতে একটি ক্যামেরা থাকবে। ডাইনামিক আইল্যান্ডে ফেস আইডি সেন্সর ও সেলফি ক্যামেরা যুক্ত থাকবে। এর আগে এসই ৬ মডেলের নকশা আইফোন ১৪ এর মতো হবে বলে ধারণা করা হয়েছিল।
পোস্টটিতে আরও বলা হয়, আইফোন এসই ৪ এর আয়তন আইফোন এক্স আর মডেলের মতো হবে। তবে তথ্যগুলো নাও মিলতে পারে বলে সতর্ক করা হয়। কারণ আইফোন ১৬ মডেল এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর ডিজাইনও চূড়ান্ত নয়।
২০২২ সালে আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রথমবারের ডাইনামিক আইল্যান্ডে ফিচার যুক্ত করে। গত বছর আইফোস ১৫ সরিজের সব মডেলেই এই ফিচার যুক্ত করা হয়। এই ফিচারে ফোনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যায়। যেমন–অ্যাপল পে এর ট্র্যান্জেকশন, লো ব্যাটারি ওয়ার্নিং, এয়ারড্রপ ট্রান্সফার, অ্যাপল ম্যাপস ডাইরেকশন, ইনকামিং ফোন কল, মিউজিক ট্র্যাক, শেয়ার প্লে সেশস, স্ক্রিন রেকোর্ডিং ইত্যাদি।
বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এ ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড প্যারেল থাকবে। এতে অ্যাপলের ৫জি মডেল চিপ ব্যবহার করা হতে পারে। এছাড়া ইউএসবি টাইপ সি পোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে।
২০২৫ সালের শুরুর দিকে এই ফোনটি উন্মোচন হবে। ২০২২ সালের মার্চে আইফোন এসই ৩ উন্মোচন হয়। এই মডেলের ৬৪ জিবির ইন্টারন্যাল স্টোর সংস্করণের এর দাম ৪৩ হাজার ৯০০ রুপি বা প্রায় ৫৭ হাজার ৯৬৪ টাকা।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো এসই। সম্প্রতি এই সিরিজের এসই ৪ মডেল নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। মডেলটি ২০২৫ সালে উন্মোচন করা হবে এবং এর ডিজাইন আইফোন ১৬ মডেলের মতো হবে। এসই ৪ মডেলে ক্যামেরার নচ থাকছে না তার পরবর্তী অ্যাপলের জনপ্রিয় ফিচার ডাইনামিক আইল্যান্ড যুক্ত করা হতে পারে।
আইফোনের এসই ৪ এর নকশা আইফোন ১৬ এর মতো হবে বলে এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাজিন ব্লু দাবি করে। তবে আইফোন ১৬ এর দুইটি ক্যামেরা বদলে এতে একটি ক্যামেরা থাকবে। ডাইনামিক আইল্যান্ডে ফেস আইডি সেন্সর ও সেলফি ক্যামেরা যুক্ত থাকবে। এর আগে এসই ৬ মডেলের নকশা আইফোন ১৪ এর মতো হবে বলে ধারণা করা হয়েছিল।
পোস্টটিতে আরও বলা হয়, আইফোন এসই ৪ এর আয়তন আইফোন এক্স আর মডেলের মতো হবে। তবে তথ্যগুলো নাও মিলতে পারে বলে সতর্ক করা হয়। কারণ আইফোন ১৬ মডেল এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর ডিজাইনও চূড়ান্ত নয়।
২০২২ সালে আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রথমবারের ডাইনামিক আইল্যান্ডে ফিচার যুক্ত করে। গত বছর আইফোস ১৫ সরিজের সব মডেলেই এই ফিচার যুক্ত করা হয়। এই ফিচারে ফোনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যায়। যেমন–অ্যাপল পে এর ট্র্যান্জেকশন, লো ব্যাটারি ওয়ার্নিং, এয়ারড্রপ ট্রান্সফার, অ্যাপল ম্যাপস ডাইরেকশন, ইনকামিং ফোন কল, মিউজিক ট্র্যাক, শেয়ার প্লে সেশস, স্ক্রিন রেকোর্ডিং ইত্যাদি।
বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, আইফোন এসই ৪ এ ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড প্যারেল থাকবে। এতে অ্যাপলের ৫জি মডেল চিপ ব্যবহার করা হতে পারে। এছাড়া ইউএসবি টাইপ সি পোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে।
২০২৫ সালের শুরুর দিকে এই ফোনটি উন্মোচন হবে। ২০২২ সালের মার্চে আইফোন এসই ৩ উন্মোচন হয়। এই মডেলের ৬৪ জিবির ইন্টারন্যাল স্টোর সংস্করণের এর দাম ৪৩ হাজার ৯০০ রুপি বা প্রায় ৫৭ হাজার ৯৬৪ টাকা।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
আশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ ও পরিচালনার খরচ বিপুল। শুধু বিদ্যুৎ ব্যয় হিসাব করলেও দেখা যায়, ব্যবহারকারীদের অনুরোধ প্রক্রিয়াজাত ও উত্তর প্রদানে বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারগুলো বছরে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারেরও বেশি খরচ করে।
৬ ঘণ্টা আগেগুগল, মেটা, অ্যাপলসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া ব্যবসা চলে আসছে বছরের পর বছর। এতে বছরে বিলিয়ন ডলারের ব্যবসা হলেও বিভিন্ন মামলার তোপে পড়তে হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির চাপও নিতে হচ্ছে এসব প্রতিষ্ঠানকে। চলতি সময়
৮ ঘণ্টা আগেসামনে একটি কম্পিউটার আর যদি প্রশিক্ষণ থাকে, তাহলে পৃথিবীর যেকোনো জায়গায় বসে ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। বাংলাদেশে শহরের বাইরে থাকা অনেক তরুণ এই কাজের সঙ্গে যুক্ত অনেক দিন ধরে। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় বসে মাসে লাখ টাকা পর্যন্ত উপার্জন করছেন তাঁরা। নিজেরা ফ্রিল্যান্সিং শেখার পর এই তরুণ
৮ ঘণ্টা আগে