ট্যাংক বহর নিয়ে প্রস্তুত ইসরায়েলি গোলন্দাজ বাহিনী, গাজায় ঢুকতে পারে শনিবার
লেবাননে নিযুক্ত সাবেক অস্ট্রেলীয় রাষ্ট্রদূত ইয়ান পারমিটার আল-জাজিরাকে বলেছেন, হয়তো চলতি সপ্তাহের শেষ নাগাদ (শনিবার) ইসরায়েলের অভিযান শুরু হতে পারে। তিনি বলেন, তবে এই অভিযানের মূল্য হবে খুবই চড়া, প্রাণহানি হবে ব্যাপক। তাঁর মতে ইসরায়েল যে আল্টিমেটাম দিয়েছে তা বাস্তবায়ন করা এক কথা অসম্ভব