নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর ও পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সবুজ মিয়া শ্যামল (৩৯), মো. সাহারুল ইসলাম সাগর (২৩), আবু ইউসুফ (৪১), দিদার ওরফে দিদার মুন্সী (৩৫), মো. ফেরদৌস ওয়াহীদ (৩৫), মো. আলামিন দুয়ারী ওরফে দিপু (৪২) ও মো. দাউদ হোসেন মোল্লা (৩৯)।
তাঁদের কাছ থেকে ব্যবহৃত প্রাইভেট কার, র্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, ওয়ারলেস সেট, মোবাইল ফোন, লুণ্ঠিত টাকায় কেনা ২৩ ভরি ৬ আনা গয়না ও ২৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ১০ অক্টোবর বেলা সোয়া ৩টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে।
মাদার টেক্সটাইল নামে এক কোম্পানির হিসাবরক্ষক চালক ও এক সঙ্গী নিয়ে আল-আরাফা ইসলামী ব্যাংক উত্তরা মডেল টাউন ব্রাঞ্চে তাঁদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে একটি চেকের মাধ্যমে ৮৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন।
হারুন অর রশীদ বলেন, টাকা নিয়ে কোম্পানির ব্যবসায়িক পার্টনার মো. জাফর ইকবালের পক্ষ থেকে মো. রাজনকে ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসে ৩৫ লাখ ৫০ হাজার টাকা বুঝিয়ে দিয়ে বাকি ৪৮ লাখ টাকা কোম্পানির প্রাইভেট কারের চালক আবুল বাশারসহ তাঁর বনানীর বাসায় যাওয়ার জন্য ব্যাংক থেকে রওনা করেন। কাওলা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে প্রাইভেট কারটি খিলক্ষেত প্রাইম ডেন্টাল কলেজ বরাবর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর বিকেল 8টার দিকে আসামাত্র পেছন দিক থেকে মেরুন কালারের একটি প্রাইভেট কার এসে কোম্পানির গাড়ীটিকে ওভারটেক করে সামনে গিয়ে গতি রোধ করে।
গাড়ি থেকে কালো রঙের র্যাবের জ্যাকেট পরিহিত অজ্ঞাতনামা পাঁচ-ছয় জন ডাকাত র্যাবের পরিচয় দিয়ে কোম্পানির লোকদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে তারা কোম্পানির কর্মকর্তা অনিমেষ চন্দ্র সাহা ও মো. শাহজাহান মিয়ার (৫০) হাতে হাতকাড়া লাগিয়ে চোখ বেঁধে বিভিন্ন ভয়ভীতি দেখায়।
এ সময় ডাকাতদের সঙ্গে থাকা প্রাইভেট কারে করে কোম্পানির কর্মকর্তা অনিমেশ চন্দ্র সাহা, মো. শাহজাহান মিয়া ও চালক আবুল বাশারকে নিয়ে ২৫ মিনিট বিভিন্ন স্থানে ঘুরে ৩০০ ফিট রাস্তার বোয়ালিয়া ব্রিজের ওপরে রেখে গাড়িটি কাঞ্চন ব্রিজের দিকে চলে যায়।
বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান হারুন।
তাঁদের বিরুদ্ধে ১৫ জেলায় ডাকাতির মামলা রয়েছে জানিয়ে হারুন বলেন, তাঁরা আগেও গ্রেপ্তার হয়েছেন, তারপর জামিনে বেরিয়ে আবার ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর ও পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সবুজ মিয়া শ্যামল (৩৯), মো. সাহারুল ইসলাম সাগর (২৩), আবু ইউসুফ (৪১), দিদার ওরফে দিদার মুন্সী (৩৫), মো. ফেরদৌস ওয়াহীদ (৩৫), মো. আলামিন দুয়ারী ওরফে দিপু (৪২) ও মো. দাউদ হোসেন মোল্লা (৩৯)।
তাঁদের কাছ থেকে ব্যবহৃত প্রাইভেট কার, র্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, ওয়ারলেস সেট, মোবাইল ফোন, লুণ্ঠিত টাকায় কেনা ২৩ ভরি ৬ আনা গয়না ও ২৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ১০ অক্টোবর বেলা সোয়া ৩টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে।
মাদার টেক্সটাইল নামে এক কোম্পানির হিসাবরক্ষক চালক ও এক সঙ্গী নিয়ে আল-আরাফা ইসলামী ব্যাংক উত্তরা মডেল টাউন ব্রাঞ্চে তাঁদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে একটি চেকের মাধ্যমে ৮৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন।
হারুন অর রশীদ বলেন, টাকা নিয়ে কোম্পানির ব্যবসায়িক পার্টনার মো. জাফর ইকবালের পক্ষ থেকে মো. রাজনকে ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসে ৩৫ লাখ ৫০ হাজার টাকা বুঝিয়ে দিয়ে বাকি ৪৮ লাখ টাকা কোম্পানির প্রাইভেট কারের চালক আবুল বাশারসহ তাঁর বনানীর বাসায় যাওয়ার জন্য ব্যাংক থেকে রওনা করেন। কাওলা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে প্রাইভেট কারটি খিলক্ষেত প্রাইম ডেন্টাল কলেজ বরাবর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর বিকেল 8টার দিকে আসামাত্র পেছন দিক থেকে মেরুন কালারের একটি প্রাইভেট কার এসে কোম্পানির গাড়ীটিকে ওভারটেক করে সামনে গিয়ে গতি রোধ করে।
গাড়ি থেকে কালো রঙের র্যাবের জ্যাকেট পরিহিত অজ্ঞাতনামা পাঁচ-ছয় জন ডাকাত র্যাবের পরিচয় দিয়ে কোম্পানির লোকদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে তারা কোম্পানির কর্মকর্তা অনিমেষ চন্দ্র সাহা ও মো. শাহজাহান মিয়ার (৫০) হাতে হাতকাড়া লাগিয়ে চোখ বেঁধে বিভিন্ন ভয়ভীতি দেখায়।
এ সময় ডাকাতদের সঙ্গে থাকা প্রাইভেট কারে করে কোম্পানির কর্মকর্তা অনিমেশ চন্দ্র সাহা, মো. শাহজাহান মিয়া ও চালক আবুল বাশারকে নিয়ে ২৫ মিনিট বিভিন্ন স্থানে ঘুরে ৩০০ ফিট রাস্তার বোয়ালিয়া ব্রিজের ওপরে রেখে গাড়িটি কাঞ্চন ব্রিজের দিকে চলে যায়।
বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান হারুন।
তাঁদের বিরুদ্ধে ১৫ জেলায় ডাকাতির মামলা রয়েছে জানিয়ে হারুন বলেন, তাঁরা আগেও গ্রেপ্তার হয়েছেন, তারপর জামিনে বেরিয়ে আবার ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন।
জানা গেছে, এ বছর ইলিশ মৌসুমের প্রথম থেকে জেলেদের জালে তেমন একটা মাছ ধরা পড়েনি। এর মধ্যে ১৫ জুলাই পর্যন্ত ছিল গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এরপর জেলেরা জাল নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত সময় পার করলেও আশানুরূপ মাছ জালে ধরা পড়েনি। এদিকে গত শুক্রবার থেকে সাগরে নিম্নচাপ দেখা দেওয়ায়...
৯ মিনিট আগেভোলায় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাঁরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে। আজ রোববার সকালে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
১১ মিনিট আগেসরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৩৯ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
১ ঘণ্টা আগে