বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ডিবি পুলিশ হেফাজতে মারা যাওয়া আইনজীবীর সহকারী হাবিবুর রহমান হাবিব (৪৩) হার্ট অ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।
আজ শনিবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন।
হাবিবুর রহমান হাবিব বগুড়া জেলা জজ আদালতে অ্যাডভোকেট মঞ্জুরুল হক মঞ্জুর সহকারী ছিলেন। তিনি শাজাহান পুর উপজেলার জোড়া দামোদার পাড়ার আব্দুর কুদ্দুস বাবলুর ছেলে।
গত ৩ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমান হাবিবকে বগুড়া জেলা জজ আদালতের সামনে রাস্তা থেকে আটক করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, হেফাজতে থাকা কালে অসুস্থ হয়ে পড়লে হাবিবকে পুলিশ পাহারায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। শাজাহানপুর থানার খুকি বেওয়া হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ডিবি পুলিশ তাঁকে আটক করেছিল।
হাবিবের মৃত্যুর পর ওই রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে। হাবিবের পরিবারে পক্ষ থেকে ডিবি পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলা হলেও তাঁরা এ ঘটনায় মামলা করেননি।
হাবিবের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘আমার মতে, হাবিবের মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টের কারণে হয়েছিল।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক উল্লেখ করা হয়েছে। এ কারণে থানায় করা ইউডি মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’
বগুড়ায় ডিবি পুলিশ হেফাজতে মারা যাওয়া আইনজীবীর সহকারী হাবিবুর রহমান হাবিব (৪৩) হার্ট অ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।
আজ শনিবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন।
হাবিবুর রহমান হাবিব বগুড়া জেলা জজ আদালতে অ্যাডভোকেট মঞ্জুরুল হক মঞ্জুর সহকারী ছিলেন। তিনি শাজাহান পুর উপজেলার জোড়া দামোদার পাড়ার আব্দুর কুদ্দুস বাবলুর ছেলে।
গত ৩ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমান হাবিবকে বগুড়া জেলা জজ আদালতের সামনে রাস্তা থেকে আটক করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, হেফাজতে থাকা কালে অসুস্থ হয়ে পড়লে হাবিবকে পুলিশ পাহারায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। শাজাহানপুর থানার খুকি বেওয়া হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ডিবি পুলিশ তাঁকে আটক করেছিল।
হাবিবের মৃত্যুর পর ওই রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে। হাবিবের পরিবারে পক্ষ থেকে ডিবি পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলা হলেও তাঁরা এ ঘটনায় মামলা করেননি।
হাবিবের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘আমার মতে, হাবিবের মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টের কারণে হয়েছিল।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক উল্লেখ করা হয়েছে। এ কারণে থানায় করা ইউডি মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। রোববার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
৬ মিনিট আগে২৮ তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাসুদ আলম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা। মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
২২ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। তাঁর নাম সিয়াম সরকার (২২)।
৩১ মিনিট আগে