Ajker Patrika

বগুড়ায় ডিবি হেফাজতে মৃত্যু: ময়নাতদন্তে হার্ট অ্যাটাকের তথ্য

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ডিবি হেফাজতে মৃত্যু: ময়নাতদন্তে হার্ট অ্যাটাকের তথ্য

বগুড়ায় ডিবি পুলিশ হেফাজতে মারা যাওয়া আইনজীবীর সহকারী হাবিবুর রহমান হাবিব (৪৩) হার্ট অ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।

আজ শনিবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন। 

হাবিবুর রহমান হাবিব বগুড়া জেলা জজ আদালতে অ্যাডভোকেট মঞ্জুরুল হক মঞ্জুর সহকারী ছিলেন। তিনি শাজাহান পুর উপজেলার জোড়া দামোদার পাড়ার আব্দুর কুদ্দুস বাবলুর ছেলে। 

গত ৩ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমান হাবিবকে বগুড়া জেলা জজ আদালতের সামনে রাস্তা থেকে আটক করে ডিবি পুলিশ। 

পুলিশ জানায়, হেফাজতে থাকা কালে অসুস্থ হয়ে পড়লে হাবিবকে পুলিশ পাহারায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। শাজাহানপুর থানার খুকি বেওয়া হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ডিবি পুলিশ তাঁকে আটক করেছিল। 

হাবিবের মৃত্যুর পর ওই রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে। হাবিবের পরিবারে পক্ষ থেকে ডিবি পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলা হলেও তাঁরা এ ঘটনায় মামলা করেননি। 

হাবিবের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘আমার মতে, হাবিবের মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টের কারণে হয়েছিল।’ 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক উল্লেখ করা হয়েছে। এ কারণে থানায় করা ইউডি মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত