Ajker Patrika

বেগমগঞ্জে তিনটি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১: ০৭
বেগমগঞ্জে তিনটি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আরিফুল হাসান অন্তু (২৫) ও নজরুল ইসলাম (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অনন্তপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরিফুল হাসান অন্তু অনন্তপুর গ্রামের সরব উদ্দিন পাটোয়ারী বাড়ির নূর নবীর ছেলে এবং নজরুল ইসলাম একই গ্রামের রাজমিস্ত্রি কন্ট্রাক্টর বাড়ির আবুল খায়েরের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, রাতে মাইজদী-চৌমুহনী সড়কের অনন্তপুর গ্রামের টিভি সেন্টার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য একদল অস্ত্রধারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন যে আরিফুল হাসান অন্তুর বাড়িতে অস্ত্র রয়েছে। সেখানে অভিযান চালিয়ে অন্তুর বাড়ির শয়নকক্ষ থেকে একটি ও রান্নাঘর থেকে দুটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত