Ajker Patrika

হামাসের হামলার আগেই ইসরায়েলকে সতর্ক করেছিল মিসর 

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৬: ০০
Thumbnail image

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার কয়েক দিন আগেই ইসরায়েলকে সতর্ক করেছিল মিসর। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাকল। বুধবার হাউস অব রিপ্রেজেনটেটিভসে আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। তবে এই যুদ্ধ শুরুর তিন দিন আগেই মিসর ইসরায়েলকে সতর্ক করেছিল। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলে হামাসের হামলার বিষয়টি উল্লেখ করে মাইকেল ম্যাকল বলেন, ‘আমরা জানি, ঘটনার তিন দিন আগেই মিসর ইসরায়েলকে জানিয়েছিল এমন একটা কিছু ঘটতে যাচ্ছে।’ সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে ম্যাকলসহ সংশ্লিষ্ট আইনপ্রণেতারা বিভিন্ন গোয়েন্দা তথ্যের রুদ্ধদ্বার পর্যালোচনা করেন। 
 
টেক্সাস থেকে নির্বাচিত এই রিপাবলিকান আইনপ্রণেতা আরও বলেন, ‘এই মুহূর্তে আমি বিষয়টির গভীরে যাব না, কিন্তু আমরা জানি (ইসরায়েলকে) সতর্ক করা হয়েছিল। আমার প্রশ্ন হলো, কোন মাত্রায় সতর্ক করা হয়েছিল?’ 

এদিকে মিসরীয় এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে বলেছেন, গাজা থেকে ইসরায়েলে বড় ধরনের কিছু একটা ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে—এ বিষয়ে কায়রো তেল আবিবকে বারবার সতর্ক করেছে। 

ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা তাদের সতর্ক করে বলেছিলাম, সামনে বিস্ফোরক একটি পরিস্থিতি আসতে যাচ্ছে এবং এটি হবে খুবই বড় একটি ঘটনা। কিন্তু তারা আমাদের এই সতর্কতাকে পাত্তা দেয়নি।’ তিনি বলেছেন, পশ্চিম তীরকে বেশি গুরুত্ব দিতে গিয়ে ইসরায়েলি কর্মকর্তারা গাজাকে খুব ছোট করে দেখছিল। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনে দাবিকে উড়িয়ে দিয়েছেন। তিনি এ ধরনের দাবিকে ‘চূড়ান্ত মিথ্যা’ ও সম্পূর্ণ বানোয়াট সংবাদ বলে আখ্যা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো পক্ষ থেকে হামলার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাঠানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত