পক্ষপাতিত্বের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
রাজশাহীর গোদাগাড়ী থানা-পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। দুই পক্ষের বাড়ির ভিটা নিয়ে বিরোধ নিষ্পত্তি ও মামলার ক্ষেত্রে গোদাগাড়ী থানা ও কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন আবদুল গাফফার নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি উপজেলার রিশিকুল ইউনিয়নের আলোকছত্র গ্রামে।