Ajker Patrika

রাজশাহীতে দ্বিতীয় ধাপের নির্বাচন, নৌকা নেই তিন ইউপিতে

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৯: ০১
রাজশাহীতে দ্বিতীয় ধাপের নির্বাচন, নৌকা নেই তিন ইউপিতে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় ভোট হচ্ছে। দুই উপজেলার ১৬টি ইউপির মধ্যে তিনটিতে থাকছে না নৌকা প্রতীক। একজন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও অসুস্থতার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন না। অন্য দুজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আপিলেও তাঁরা প্রার্থিতা ফিরে পাননি। জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, উপজেলায় আওয়ামী লীগের দুই প্রার্থীসহ সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। তাঁরা প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন। সোমবার বিকেলে অনুষ্ঠিত আপিল শুনানিতে আওয়ামী লীগের দুই প্রার্থীসহ চারজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। 

আপিলেও মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের নৌকার প্রার্থী আবদুল মালেক, বাঁধাইড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেন হোসাইন, গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের নৌকার প্রার্থী জালাল উদ্দিন এবং দেওপাড়ার স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা নাসিরুদ্দীন বাবু। 

এদিকে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন শহিদুল ইসলাম। অসুস্থতার কারণে তিনি মনোনয়নপত্র দাখিলই করেননি। এর ফলে চর আষাড়িয়াদহতেও নৌকা প্রতীক নিয়ে কেউ ভোট করছেন না। মোট তিনটি ইউপিতে থাকছে না নৌকার প্রার্থী। 

এদিকে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন তানোরের কলমা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাপ হোসেন, গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাগর আলী ও বাঁধাইড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৭২ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত