Ajker Patrika

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলে আরোহী আরও দুই কিশোর। 

শুক্রবার রাত ৮টার দিকে গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম মো. লিমন (১৭)। উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকায় তার বাড়ি। বাবার নাম লুৎফর রহমান। আহত দুজন হলো-একই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. সবুজ (১৬) এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলা (১৭)। দুর্ঘটনায় হতাহত এ তিনজন বন্ধু এবং প্রত্যেকেই দশম শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেলে যাচ্ছিল। তখন গোদাগাড়ীর বিজয়নগর-মাটিকাটা ভিতরপাস সড়কের কাঁঠালতলা এলাকায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চালক লিমন নিহত হন। অন্য দুজনকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেছেন। এ দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। 

ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছেন। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। নিহত কিশোরের পরিবার যেভাবে চাইবে, সেভাবেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত