Ajker Patrika

নিজেকে অপহরণের নাটকের পর আটক

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৭
নিজেকে অপহরণের নাটকের পর আটক

নিজেকে অপহরণের নাটক করলেন রাজশাহীর একজন ইমাম। চান মুক্তিপণও। তবে তিনি সফল হতে পারেননি। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঢাকা থেকে গত মঙ্গলবার তাঁকে আটক করে।

আটক ওই ব্যক্তির নাম মিজানুর রহমান (২৬)। রাজশাহী নগরের টুলটুলিপাড়ার বাসিন্দা তিনি। তবে তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার কাজীহাটা ধরমপুর গ্রামে। বাবার নাম এমারত আলী। তিনি গোদাগাড়ীর একটি মসজিদে জুমার নামাজও পড়াতেন।

জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিবির সদস্যরা মিজানুরকে আটক করে। ওই দিন সকালে নগর ডিবি পুলিশের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, মিজানুর ২০১৪ সাল থেকে ‘ফরেক্স ফ্যাক্টরি’ নামের একটি বিদেশি প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে বিনিয়োগ করেন। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নিয়ে ৩১ লাখ টাকা বিনিয়োগ তিনি করেন। প্রথমদিকে বেশ লাভও হয়। তবে ধীরে ধীরে লোকসান হতে থাকে। একপর্যায়ে সব টাকায় হারিয়ে বসেন তিনি।

ঋণ শোধের জন্য তিনি অপহরণের নাটক সাজান। এ লক্ষ্যে ১৩ ডিসেম্বর তিনি আত্মগোপনে যান। পরে বাড়িতে ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। ২০ লাখ টাকা না দিলে তাঁকে মেরে ফেলা হবে। পরে ১০ লাখ এবং সবশেষ ৫ লাখ টাকা দাবি করেন। তবে টাকা না দিয়ে তাঁর মা মনিরা বেগম নগরের কাশিয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রেক্ষিতেই ডিবি পুলিশ মিজানুরের অবস্থান শনাক্তের কাজ শুরু করে।

আরেফিন জুয়েল বলেন, ‘মিজানুর বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। অবশেষে তাঁকে ধরা সম্ভব হয়। আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঋণের টাকা শোধ করতেই তিনি অপহরণের নাটক সাজান।’

মিজানুর রহমান বলেন, ‘আমার একটা ভুলের কারণে প্রায় ৩০ লাখ টাকা ঋণ হয়ে গেছে। এ জন্য আমাকে এই কৌশল নিতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত