রাজশাহী প্রতিনিধি
নিজেকে অপহরণের নাটক করলেন রাজশাহীর একজন ইমাম। চান মুক্তিপণও। তবে তিনি সফল হতে পারেননি। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঢাকা থেকে গত মঙ্গলবার তাঁকে আটক করে।
আটক ওই ব্যক্তির নাম মিজানুর রহমান (২৬)। রাজশাহী নগরের টুলটুলিপাড়ার বাসিন্দা তিনি। তবে তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার কাজীহাটা ধরমপুর গ্রামে। বাবার নাম এমারত আলী। তিনি গোদাগাড়ীর একটি মসজিদে জুমার নামাজও পড়াতেন।
জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিবির সদস্যরা মিজানুরকে আটক করে। ওই দিন সকালে নগর ডিবি পুলিশের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, মিজানুর ২০১৪ সাল থেকে ‘ফরেক্স ফ্যাক্টরি’ নামের একটি বিদেশি প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে বিনিয়োগ করেন। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নিয়ে ৩১ লাখ টাকা বিনিয়োগ তিনি করেন। প্রথমদিকে বেশ লাভও হয়। তবে ধীরে ধীরে লোকসান হতে থাকে। একপর্যায়ে সব টাকায় হারিয়ে বসেন তিনি।
ঋণ শোধের জন্য তিনি অপহরণের নাটক সাজান। এ লক্ষ্যে ১৩ ডিসেম্বর তিনি আত্মগোপনে যান। পরে বাড়িতে ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। ২০ লাখ টাকা না দিলে তাঁকে মেরে ফেলা হবে। পরে ১০ লাখ এবং সবশেষ ৫ লাখ টাকা দাবি করেন। তবে টাকা না দিয়ে তাঁর মা মনিরা বেগম নগরের কাশিয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রেক্ষিতেই ডিবি পুলিশ মিজানুরের অবস্থান শনাক্তের কাজ শুরু করে।
আরেফিন জুয়েল বলেন, ‘মিজানুর বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। অবশেষে তাঁকে ধরা সম্ভব হয়। আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঋণের টাকা শোধ করতেই তিনি অপহরণের নাটক সাজান।’
মিজানুর রহমান বলেন, ‘আমার একটা ভুলের কারণে প্রায় ৩০ লাখ টাকা ঋণ হয়ে গেছে। এ জন্য আমাকে এই কৌশল নিতে হয়।’
নিজেকে অপহরণের নাটক করলেন রাজশাহীর একজন ইমাম। চান মুক্তিপণও। তবে তিনি সফল হতে পারেননি। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঢাকা থেকে গত মঙ্গলবার তাঁকে আটক করে।
আটক ওই ব্যক্তির নাম মিজানুর রহমান (২৬)। রাজশাহী নগরের টুলটুলিপাড়ার বাসিন্দা তিনি। তবে তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার কাজীহাটা ধরমপুর গ্রামে। বাবার নাম এমারত আলী। তিনি গোদাগাড়ীর একটি মসজিদে জুমার নামাজও পড়াতেন।
জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিবির সদস্যরা মিজানুরকে আটক করে। ওই দিন সকালে নগর ডিবি পুলিশের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, মিজানুর ২০১৪ সাল থেকে ‘ফরেক্স ফ্যাক্টরি’ নামের একটি বিদেশি প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে বিনিয়োগ করেন। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নিয়ে ৩১ লাখ টাকা বিনিয়োগ তিনি করেন। প্রথমদিকে বেশ লাভও হয়। তবে ধীরে ধীরে লোকসান হতে থাকে। একপর্যায়ে সব টাকায় হারিয়ে বসেন তিনি।
ঋণ শোধের জন্য তিনি অপহরণের নাটক সাজান। এ লক্ষ্যে ১৩ ডিসেম্বর তিনি আত্মগোপনে যান। পরে বাড়িতে ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। ২০ লাখ টাকা না দিলে তাঁকে মেরে ফেলা হবে। পরে ১০ লাখ এবং সবশেষ ৫ লাখ টাকা দাবি করেন। তবে টাকা না দিয়ে তাঁর মা মনিরা বেগম নগরের কাশিয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রেক্ষিতেই ডিবি পুলিশ মিজানুরের অবস্থান শনাক্তের কাজ শুরু করে।
আরেফিন জুয়েল বলেন, ‘মিজানুর বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। অবশেষে তাঁকে ধরা সম্ভব হয়। আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঋণের টাকা শোধ করতেই তিনি অপহরণের নাটক সাজান।’
মিজানুর রহমান বলেন, ‘আমার একটা ভুলের কারণে প্রায় ৩০ লাখ টাকা ঋণ হয়ে গেছে। এ জন্য আমাকে এই কৌশল নিতে হয়।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫