Ajker Patrika

স্কুলে নারী সহকর্মীকে পেটালেন প্রধান শিক্ষক

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪: ৩৭
স্কুলে নারী সহকর্মীকে পেটালেন প্রধান শিক্ষক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক নারী শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত রোববার দুপুরে উপজেলার ক্ষুদ্র শ্যাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাঈদা ইসলাম নামের ভুক্তভোগী ওই সহকারী শিক্ষক গতকাল উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। এদিন সরেজমিন ঘটনার তদন্ত করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন।

ঘটনার পর গত রোববার দুপুরে সাঈদা ইসলামকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গতকাল সকালে ছাড়পত্র পেয়ে থানায় জিডি এবং শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন তিনি। এর আগে শিক্ষা অফিসে গিয়ে তিনি মৌখিক অভিযোগ করেছিলেন।

শিক্ষক সাঈদা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধান শিক্ষক আকরম আলী আমাকে দিয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র দেওয়ার জন্য জোর করে টাকা আদায় করতে বলেছিলেন। আমি এতে না করি। এ কারণে তিনি অফিস কক্ষে রেজিস্টার দিয়ে আমাকে পেটাতে থাকেন। আমি হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে ব্যথা পাই। পরে তিনি আমার মুখে কলমদানি ছুড়ে মারেন।’

অভিযোগের বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষক আকরম আলীর মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া গেছে। জানতে চাইলে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা লাইলা তাসলিমা নাসরিন বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার আগেই সহকারী শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়ে সরেজমিন তদন্ত করানো হয়েছে। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আর জিডি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত