Ajker Patrika

পুলিশ সদস্যদের পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৩

রাজশাহী প্রতিনিধি
পুলিশ সদস্যদের পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশ সদস্যদের পিটিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা ৩টার দিকে গোদাগাড়ী ইউনিয়নের রামপাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীতে এ ঘটনা ঘটে।

মারধরের পর দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

হামলায় আহত দুজন হলেন- গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান। 

পুলিশের গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনজন পুলিশ সদস্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে রামপাড়ায় গিয়েছিলেন। আসামিকে গ্রেপ্তারের পর তাঁরা মোটরসাইকেলে তুলেও নেন। তখন ১০-১২ জন ব্যক্তি অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেন। এরপর এসআই মনিরুল ও এএসআই মাসুদুরকে অবরুদ্ধ করে রাখা হয়।

এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্য পুলিশ কনস্টেবল থানায় খবর দিলে অতিরিক্ত ফোর্স গিয়ে অবরুদ্ধ দুজনকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত