সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীর রক্ষা বাঁধ পরিদর্শন
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘নদী ভাঙন রোধে বড় বড় বাজেট আনা হয়েছে। কিছু সেমি স্থায়ী কাজ শেষ করা হয়েছে। আবার জরুরি কিছু স্থায়ী কাজ চলছে।’ এ কারণে তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।